ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দিলেই কি তা কমে যাবে? কেন্দ্রকে অস্বস্তিকর প্রশ্ন আদালতের
ধর্ষণের শাস্তি আরও কড়া করতে তৈরি কেন্দ্রের নতুন অর্ডিন্যান্স নিয়েই প্রশ্ন তুলে দিল দিল্লি হাইকোর্ট। ওই অর্ডিন্যান্স নিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে ওই প্রশ্ন উঠল আদালতে।
নিজস্ব প্রতিবেদন: ধর্ষণের শাস্তি আরও কড়া করতে কেন্দ্রের নতুন অধ্যাদেশ নিয়েই প্রশ্ন তুলে দিল দিল্লি হাইকোর্ট। ওই অধ্যাদেশ নিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে ওই প্রশ্ন তুলে দিল আদালত।
উল্লেখ্য, ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছে কেন্দ্রের নতুন অধ্যাদেশ। এরমধ্যেই ২০১৩ সালের ধর্ষণ আইন নিয়ে হওয়া একটি মামলা দিল্লি হাইকোর্টে ওঠে। সেখানে আবেদনকারী প্রশ্ন তোলেন সরকারের নতুন অধ্যাদেশের কোনও বাস্তবতা নেই।
আরও পড়ুন-মামলা পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের!
মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের বেঞ্চ কেন্দ্রকে প্রশ্ন করে, ‘মৃত্যুদণ্ড দিলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে এমন কোনও বিজ্ঞাণভিত্তিক গবেষণা কি করা হয়েছে? নির্যাতিতার পরিস্থিতি নিয়ে কখনও কি ভেবে দেখেছে সরকার? কতজন ধর্ষণকারী এবার নির্যাতিতাকে বাঁচিয়ে রাখবে?’
আরও পড়ুন-আজও সন্ধ্যায় হতে পারে বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া
শনিবারই কেন্দ্র 'ক্রিমিন্যাল ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স' পাশ করেছে। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী ধর্ষণের ক্ষেত্রে শাস্তি আরও কড়া হয়েছে। বিশেষ করে ১২ বছরের কম বয়সী কন্যাসন্তানের ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এর মধ্যে আদালতের এই প্রশ্নে নতুন করে বিতর্ক দেখা দিল। সোমবার আদালত আরও মন্তব্য করে, ‘সরকার সমস্যার গভীরে যেতেই চাইছে না। মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছে না।’