ISI: দেশকে অচল করার পরিকল্পনা পাক-গুপ্তচর সংস্থার! গোপন ছকের পর্দাফাঁস Zee ২৪ ঘণ্টায়
সেই পরিকল্পনার আঁচ পেয়ে চমকে উঠেছেন গোয়েন্দারা।
সঞ্জয় ভদ্র: আক্ষরিক হিমশৈল চূড়ামাত্র! স্রেফ ২৬/১১-র ধাঁচে একাধিক শহরে হামলাই নয়, গোটা দেশকে অচল করে দেওয়ার পরিকল্পনা করছে পাক গুপ্তচর সংস্থা ISI! সেই সিক্রেট প্ল্যানের পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়। উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
হঠাত্ করে একদিন দিনের ব্যস্ত সময়ে গোটা দেশ অন্ধকারে ডুবে গেল। দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলগুলির সিস্টেম অকেজো হয়ে পড়ল। প্রতিরক্ষা সংস্থার দফতরওগুলিও হঠাত্ করেই বন্ধ হয়ে গেল। এমন কোনও পরিস্থিতি হলে অবস্থা কতটা ভয়াবহ হবে? ভারতে তেমনই পরিস্থিতি তৈরি জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা। দিল্লি সহ ৩ রাজ্যে ধৃত জঙ্গিদের জেরায় আইএসআইয়ের বিস্ফোরক পরিকল্পনার আঁচ পেয়েছেন গোয়েন্দারা। আঁচ পেয়ে চমকে উঠেছেন তাঁরা।
আইএসআইয়ের টার্গেট
------
ভারতের আকাশ
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা
রেললাইন ও ব্রিজ
জাতীয় সড়ক
ভয়াবহ এই নাশকতার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও বিস্ফোরক পাঠানো হবে কী করে? সেই পরিকল্পনাও সেরে ফেলেছে পাক গুপ্তচর সংস্থা। শুধু ড্রোনের সাহায্য সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক পাঠানোই নয়, ISI-র লক্ষ্য আরও ধ্বংসাত্বক।
টার্গেট ভারতের আকাশ
---------
এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ( এটিসি) অচল করতে সফটওয়ার
কর্মীদের হাত করে এটিসিতে ভাইরাস ঢোকানোর ব্যবস্থা
ভাইরাস অ্যাকটিভেট হলে বিমান পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে
চলতি মাসের ১৩ ও ১৪ সেপ্টেম্বর দেশজুড়ে অভিযান চালিয়ে ৬ জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিস। এদের মধ্যে ২ জন পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। প্রকাশ্যে আসে দেশজুড়ে নাশকতার ছক। গত ৭ - ৮ দিনে জেরার পর পুরো ছবিটাই বদলে গিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির কাছে স্পষ্ট, এসব নেহাত্ই প্রাথমিক স্তরের পরিকল্পনা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)