Corona যোদ্ধাদের সুরেলা ধন্যবাদ, ITBP কনস্টেবলের অভিনব উদ্যোগ, ভাইরাল ভিডিয়ো

প্রশংসায় নেটিজেনরা।

Updated By: May 19, 2021, 05:05 PM IST
Corona যোদ্ধাদের সুরেলা ধন্যবাদ, ITBP কনস্টেবলের অভিনব উদ্যোগ, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে হাহাকার। মৃত্যু মিছিল লেগে রয়েছে। এই অবস্থায় বহুরাজ্যে শুরু হয়েছে লকডাউন। ঘরবন্দি সাধারণ মানুষ। তবে এই অতিমারিতেও করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স, পুলিশ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের নিস্তার নেই। নিরলস পরিশ্রম করে চলেছেন তাঁরা। এবার সেই সমস্ত করোনা যোদ্ধাদেরই সুরের মূর্চ্ছনায় ধন্যবাদ জানালেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিসের (ITBP) এক কনস্টেবল। তাঁর ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে।

আরও পড়ুন: Cyclone Tauktae-এর তাণ্ডবে বিধ্বস্ত গুজরাত-দিউ, আকাশপথে পরিদর্শনে মোদী

‘দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে অ্যায় বাতান তেরে লিয়ে’- ম্যান্ডোলিনে সুর তোলেন রাহুল খোসলা। অতিমারিতে বিপদকে সঙ্গী করে কাজ করে চলেছেন করোনা যোদ্ধারা। মানুষের সেবায় মগ্ন রয়েছে তাঁরা। সেই উদ্যোগকে স্যালুট জানাতেই কনস্টেবল রাহুল খোসলার এই প্রয়াস।

আরও পড়ুন: ২-৩ মাসের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় ভারতে: সিরাম

সম্প্রতি ইন্দো-তিব্বত বর্ডার পুলিসের তরফে রাহুল খোসলার এই সুরেলা ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি। সোশ্যাল মিডিয়া প্রশংসার ঝড় ওঠে। রাহুল খোসলার এই প্রয়াসকে স্বাগত জানান নেটাগরিকরা।  

.