প্রিজন ভ্যানের মধ্যেই কয়েদিদের ধুন্ধুমার লড়াই, মৃত ২ বন্দি
প্রিজন ভ্যানের মধ্যেই সংঘর্ষ তিহার জেলের দু দল বন্দির। সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের নাম পারশ গোল্ডি ও প্রদীপ ভোলা। আহত আরও ৫ জন। আজ দিল্লির রোহিনী আদালত থেকে তিহার জেলে আনার সময় প্রিজন ভ্যানের মধ্যেই সংঘর্ষে জড়ায় নীরজ বাওয়ানা এবং পারশ গোল্ডি গোষ্ঠীর অনুগামী দুই দল বন্দি। ভ্যানের মধ্যে আনা হচ্ছিল নজন বন্দিকে। অভিযোগ, সংঘর্ষ চলছে জেনেও নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিসকর্মী ভ্যান থামানোর চেষ্টা করেননি। ভ্যান নিয়ে তাঁরা সোজা চলে যান ভগবান মহাবীর হাসপাতালে। সেখানেই দুই বন্দিকে মৃত ঘোষণা করা হয়। সূত্রের খবর, নীরজ বাওয়ানা এবং পারশ গোল্ডির অনুগামী দুদল বন্দির মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় মঙ্গলপুরী থানায় খুনের মামলা দায়ের করেছে দিল্লি পুলিস। এদিন বন্দিদের জেলে ফিরিয়ে আনার দায়িত্বে ছিল দিল্লি পুলিসের দ্বিতীয় ব্যাটেলিয়নের কর্মীরা। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ওয়েব ডেস্ক: প্রিজন ভ্যানের মধ্যেই সংঘর্ষ তিহার জেলের দু দল বন্দির। সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের নাম পারশ গোল্ডি ও প্রদীপ ভোলা। আহত আরও ৫ জন। আজ দিল্লির রোহিনী আদালত থেকে তিহার জেলে আনার সময় প্রিজন ভ্যানের মধ্যেই সংঘর্ষে জড়ায় নীরজ বাওয়ানা এবং পারশ গোল্ডি গোষ্ঠীর অনুগামী দুই দল বন্দি। ভ্যানের মধ্যে আনা হচ্ছিল নজন বন্দিকে। অভিযোগ, সংঘর্ষ চলছে জেনেও নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিসকর্মী ভ্যান থামানোর চেষ্টা করেননি। ভ্যান নিয়ে তাঁরা সোজা চলে যান ভগবান মহাবীর হাসপাতালে। সেখানেই দুই বন্দিকে মৃত ঘোষণা করা হয়। সূত্রের খবর, নীরজ বাওয়ানা এবং পারশ গোল্ডির অনুগামী দুদল বন্দির মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় মঙ্গলপুরী থানায় খুনের মামলা দায়ের করেছে দিল্লি পুলিস। এদিন বন্দিদের জেলে ফিরিয়ে আনার দায়িত্বে ছিল দিল্লি পুলিসের দ্বিতীয় ব্যাটেলিয়নের কর্মীরা। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।