জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি, নিহত এক পুলিসকর্মী
শনিবার রাতে শ্রীনগরের পন্থা চৌক এলাকায় আচমকা গুলিবর্ষণ শুরু করে তিন জঙ্গি। পাল্টা প্রতিরোধ গড়ে বাহিনী। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই।
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি। পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে শ্রীনগরের পন্থা চৌক এলাকায় আচমকা গুলিবর্ষণ শুরু করে তিন জঙ্গি। পাল্টা প্রতিরোধ গড়ে বাহিনী। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই।
গভীর রাত পর্যন্ত চলে দুপক্ষের সংঘর্ষ। তিন জঙ্গি খতম হয়েছে। জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক এএসআই।
#SrinagarEncounterUpdate: 01 #terrorist killed. 01 police personnel ASI Babu Ram martyred. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/b9h1gAHCOY
— Kashmir Zone Police (@KashmirPolice) August 29, 2020
শনিবারই কাশ্মীরের শোপিয়ানে কিলুরা গ্রামে সংঘর্ষে ৪ জঙ্গিকে খতম করেছে পুলিস৷ এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলেও খবর৷
উল্লেখ্য, জঙ্গির আত্মসমর্পণের ঘটনা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন৷ দিন দশেক আগে নিসার আহমেদ ভাট নামে এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়৷ বৃহস্পতিবার তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ শুক্রবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের জাদুরা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী৷ মৃত জঙ্গিদের দুজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি পুলিসের৷