পাক বান্ধবীর কাছে সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য ফাঁস করে গ্রেফতার জওয়ান
তথ্য দেওয়ার বিনিময়ে ৫০০০ টাকাও নিয়েছেন হরিয়ানার বাসিন্দা জওয়ান রবিন্দার
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ায় পাক মহিলার সঙ্গে যোগাযোগ হওয়াই কাল হল। অরুণাচল প্রদেশে থেকে গ্রেফতার করা হল এক সেনা জওয়ানকে।
আরও পড়ুন-দুষ্কৃতী নয়; রথের মেলা দেখাতে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কুপিয়েছে স্বামীই, অভিযোগ স্ত্রীর
কেন গ্রেফতার? সোশ্যাল মিডিয়ায় ভাব জমিয়ে এক পাকিস্তানি তরুণী ওই জওয়ানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সাবধান হওয়ার সতর্কতা জারি রয়েছে জওয়ানদের জন্য। তার পরেও এই কাণ্ড।
অভিযোগ, যে মহিলার কাছে ওই জওয়ান গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন তিনি আসল পাক গুপ্তচর। তার কাছে তথ্য দেওয়ার মাধ্যমে ৫০০০ টাকাও নিয়েছেন হরিয়ানার বাসিন্দা জওয়ান রবিন্দার।
গুরুত্বপূর্ণ এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের নারাউলা স্টেশন থেকে গ্রেফতার করা হয় রবিন্দারকে।
আরও পড়ুন-ক্রমশ খারাপ হচ্ছে অসম-সহ উত্তরপূর্ব ভারতের বন্যা পরিস্থিতি, মৃত ১০
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে তথ্য ফাঁস করার গ্রেফতার করা এক জওয়ানকে। সেনা ট্যাঙ্ক রেজিমেন্টে কর্মরত ওই জওয়ানকে জয়সলমের থেকে গ্রেফতার করে পুলিস। ২০১৮ সালে একই কাণ্ড করে বসেন বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেন। ওই বছরেই চরবৃত্তির অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার করা হয় বিএসএেফর এক জওয়ানকে।