উন্নয়ন পর্ষদের বৈঠক থেকে ওয়াকআউট জয়ললিতার

বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ এনে আজ জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক থেকে ওয়াকআউট করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা। তাঁর অভিযোগ, জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে ইচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্য রাখার জন্য মাত্র দশমিনিট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তাঁকে হেনস্থা করতেই সরকারের এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জয়ললিতা।  

Updated By: Dec 27, 2012, 01:23 PM IST

বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ এনে আজ জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক থেকে ওয়াকআউট করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা। তাঁর অভিযোগ, জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে ইচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্য রাখার জন্য মাত্র দশমিনিট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তাঁকে হেনস্থা করতেই সরকারের এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জয়ললিতা।  
আজকের উন্নয়ন পর্ষদের বৈঠকে অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার পরিবর্তে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্যদিকে, পুনঃনির্বাচিত হওয়ার পর গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই ছিল প্রথম উন্নয়ন পর্ষদের বৈঠক। আজকের বৈঠকে অরুণাচলপ্রদেশ, আসাম, হিমাচলপ্রদেশ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, উত্তরাখণ্ডকে কেন্দ্রের তরফ থেকে বিশেষ তালিকাভুক্ত করা হয়েছে।

.