Amul: মর্যাদায় এমডি-র পরেই, Amul-র COO পদে জয়েন মেহতা

গত ৩১ বছর ধরে আমূলের সঙ্গে জড়িত জয়েন মেহতা

Updated By: Feb 8, 2022, 07:38 PM IST
Amul: মর্যাদায় এমডি-র পরেই, Amul-র COO পদে জয়েন মেহতা

নিজস্ব প্রতিবেদন: দেশের অন্যতম বৃহত্ ডেয়ারি পণ্য উত্পাদক সংস্থা গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন(GCMMF)-র চিফ অপারেটিং অফিসার(COO) হিসেবে নিয়োগ করা হল জয়েন মেহতাকে(Jayen Mehta)। Amul ব্র্যান্ডে পণ্য বিক্রি করে এই কোম্পানি। এতদিন GCMMF-র চিফ জেনারেল ম্যানেজার পদে ছিলেন মেহতা। গত ৩১ জানুয়ারি কোম্পানির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেহতাকে সিওও হিসেবে বেছে নেওয়া হয়।

কোম্পানির নিয়ম অনুযায়ী ম্যানেজিং ডিরেক্টরের(MD) পরেই এই চিফ ওপারেটিং অফিসারের পদটি। বর্তমানে কোম্পানির এমডি পদে রয়েছেন  আর এস সোধি(R S Sodhi)।  ২০১০ সালে ওই পদে আসেন সোধি। ইতিমধ্যেই গত বছর ডিসেম্বর মাসে ৫ বছরের দুটি মেয়াদ শেষ করে ফেলেছেন তিনি। তবে পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত সোধিকে ওই পদে কাজ চালিয়ে যেতে বলেছে কোম্পানি।

আরও পড়ুন- ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মী খুন, ৩ জনকে গ্রেফতার CBI-এর

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন-এর ভাইস চেয়ারম্যান বালামজি হাম্বল সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোম্পানির সিওও-র পদ থেকে কে এম ঝালা অবসর নেওয়ার পর ওই পদটি ফাঁকাই ছিল। সম্প্রতি কোম্পানির বৈঠকে সর্বসম্মতিক্রমে জয়েন মেহতাকে কোম্পানির সিওও পদে নির্বাচিত করা হয়েছে। এর ফলে কোম্পানির ম্য়ানেজিং ডিরেক্টেরর উপরে চাপ অনেকটাই কমবে।

উল্লেখ্য, গত ৩১ বছর ধরে আমূলের সঙ্গে জড়িত জয়েন মেহতা। ২০১৮ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমুল ডেয়ারির কার্যকরী ম্যানেজিং ডিরেক্টরের পদেও ছিলেন মেহতা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.