সম্পূর্ণ হল বৃত্ত, NDA-তে যোগ দিল JDU
ওয়েব ডেস্ক: প্রত্যাবর্তন ঘটেছিল আগেই। অবশেষে সম্পূর্ণ হল বৃত্ত। প্রত্যাশামতোই এনডিএতে যোগদানের সিদ্ধান্ত নিল জনতা দল ইউনাইটেড। শরদ যাদবের অপত্তিকে অগ্রাহ্য করে পটনায় নীতীশ কুমারের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এনডিএতে যোগদানের সিদ্ধান্ত নেন জেডিইউ নেতারা।
#FLASH Resolution to join NDA passed by Nitish Kumar led JDU #Bihar pic.twitter.com/SxzmnU9PrF
— ANI (@ANI) August 19, 2017
এদিন নীতীশের বাসভবনে যখন বৈঠক চলছে তখন পটনাতেই 'জন আদালত'-এ শক্তিপ্রদর্শন করছেন বিক্ষুব্ধ জেডিইউ নেতা শরদ যাদব। নীতীশ কুমারের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আরজেডি ও শরদ যাদবের সমর্থকরা। যদিও তাতে কোনও নড়চড় হয়নি সিদ্ধান্তে। বৈঠক থেকে বেরোনোর সময় জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেন, "শরদ যাদবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তিনি দলের বৈঠকে না এসে আরজেডির কর্মসূচিতে যোগ দিয়েছেন। বৈঠকে যোগ দিয়ে তাঁর আধিকারিকভাবে বক্তব্য জানানো উচিত ছিল।"
আরও পড়ুন - ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল মোদী
Sharad Yadav Ji is invited (for JDU National Exec. meet),he can sort out differences but he shouldn't attend Lalu Yadav's program: KC Tyagi pic.twitter.com/b6rvfBXonA
— ANI (@ANI) August 19, 2017
বর্তমানে লোকসভায় জেডিইউর ২ জন সাংসদ রয়েছেন। শেষ পর্যন্ত ক'জনের কপালে মন্ত্রিত্বের শিকে ছেঁড়ে সেদিকেই তাকিয়ে সবাই।
আরও পড়ুন,রাহুলের গোরক্ষপুর সফরের দিনই শিশুমৃত্যুর জন্য পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুললেন যোগী