ফের বিপদসীমা অতিক্রম করল ঝিলমের জল, আশঙ্কার কারণ নেই দাবি প্রশাসনের

রাতভর ভারী বৃষ্টির জেরে ফের বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলম। গত এক সপ্তাহ ধরেই জনজীবন বিপর্যস্ত বন্যা বিধ্বস্ত কাশ্মীর উপত্যকায়। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত স্থানীয় মানুষ। তবে এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, উন্নতি হবে আবহাওয়ার। প্রশাসনের তরফ থেকেও জানান হয়েছে আশঙ্কার কোন কারণ নেই।

Updated By: Apr 3, 2015, 08:21 PM IST
ফের বিপদসীমা অতিক্রম করল ঝিলমের জল, আশঙ্কার কারণ নেই দাবি প্রশাসনের

ব্যুরো: রাতভর ভারী বৃষ্টির জেরে ফের বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলম। গত এক সপ্তাহ ধরেই জনজীবন বিপর্যস্ত বন্যা বিধ্বস্ত কাশ্মীর উপত্যকায়। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত স্থানীয় মানুষ। তবে এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, উন্নতি হবে আবহাওয়ার। প্রশাসনের তরফ থেকেও জানান হয়েছে আশঙ্কার কোন কারণ নেই।

জম্মু-কাশ্মীরের শিক্ষামন্ত্রী নঈম আখতার সাংবাদিকদের জানিয়েছেন, দুর্যোগের আবহাওয়া অতিক্রান্ত। তবে এখনও কিছু জায়গায় জল জমে আছে।  

তিনি বলেন, ''এ বছর আসলে সেই রকম বন্যাই হয়নি। কিন্তু গত বছরের ভয়াবহ বন্যার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। আর আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু সতর্কতা বজায় রাখার জন্য প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে রেখেছে।''

.