খতম একের পর এক জঙ্গি, ৩০ বছর পর এই প্রথম সন্ত্রাসীমুক্ত কাশ্মীরের ত্রাল

হিজবুল মুজাহিদিনের পোস্টারবয় বুরহান ওয়ানি থাকত ত্রালে।  

Updated By: Jun 27, 2020, 05:34 PM IST
খতম একের পর এক জঙ্গি, ৩০ বছর পর এই প্রথম সন্ত্রাসীমুক্ত কাশ্মীরের ত্রাল

নিজস্ব প্রতিবেদন: তিরিশ বছর পর জঙ্গিমুক্ত হল দক্ষিণ কাশ্মীরের ত্রাল। শুক্রবার হিজবুল মুজাহিদিনের ৩ সন্ত্রাসবাদীকে খতম করে জম্মু-কাশ্মীর পুলিস। পুলিস দাবি করেছেন, ৩ জঙ্গি মারা যাওয়ায় তিন দশক পর ত্রালে হিজবুলের আর অস্তিত্ব থাকল না। 

জম্মু-কাশ্মীর পুলিসের আইজিপি বিনয় কুমারের কথায়,''জঙ্গিনিধন অভিযান সফল হয়েছে। এর ফলে ত্রালে হিজবুলের উপস্থিত আর থাকল না। ১৯৮৯ সালের পর এমন ঘটনা ঘটল।'' প্রসঙ্গত, হিজবুল মুজাহিদিনের পোস্টারবয় বুরহান ওয়ানি থাকত ত্রালে।  

গত কয়েক মাস ধরে উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযান জোরকদমে চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিস। চলতি মাসে এক ডজন এনকাউন্টারে কাশ্মীরে খতম করা হয়েছে ৩৫ জনেরও বেশি জঙ্গিকে। প্রতিদিনই সন্ত্রাসী নিধনে একটা করে অভিযান চালাচ্ছে পুলিস। গত মঙ্গলবার পুলওয়ামায় মারা যায় দুই জঙ্গি। শহিদ হন এক সিআরপিএফ জওয়ান। রবিবার শ্রীনগরে খতম করা হয় ৩ জঙ্গিকে। চলতি বছরে শতাধিক জঙ্গি মারা গিয়েছে কাশ্মীরে। 

সাংবাদিক বৈঠকে জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি দিলবাগ সিং বলেন,''সফল ধারাবাহিক অভিযান চলছে। বেশিরভাগ অভিযানই একদম ঠিকঠাক হয়েছে। জঙ্গিদের মারতে ভালো লাগে না। কিন্তু কেউ বন্দুক হাতে তুলে নিলে সাধারণ মানুষের জন্য বিপদ হয়ে ওঠেন। সেটা অস্বীকার করতে পারি না। এটা বলতে পারি, জঙ্গিদলে নতুন নিয়োগ অনেকখানিই কমে গিয়েছে।''                                      

আরও পড়ুন- করোনার চিকিত্সায় স্বল্প দামের স্টেরয়েড ব্যবহারে অনুমোদন কেন্দ্রের

.