JNU কাণ্ডে নয়া টুইস্ট, নতুন ভিডিও ঘিরে চাঞ্চল্য
ফের পারদ চড়ল JNU ইস্যুতে। নতুন করে বিতর্কের কেন্দ্রে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বহিরাগতরাই সেদিন ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছিল।
![JNU কাণ্ডে নয়া টুইস্ট, নতুন ভিডিও ঘিরে চাঞ্চল্য JNU কাণ্ডে নয়া টুইস্ট, নতুন ভিডিও ঘিরে চাঞ্চল্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/25/50451-463590-jnu.jpg)
ওয়েব ডেস্ক : ফের পারদ চড়ল JNU ইস্যুতে। নতুন করে বিতর্কের কেন্দ্রে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বহিরাগতরাই সেদিন ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছিল।
গতকাল দিল্লি পুলিশের হাতে এসে পৌঁছায় এই ভিডিওটি। ভিডিওতে বহিরাগতদের উপস্থিতির কথা উল্লখে করেছে পুলিশও। দিল্লি হাইকোর্টকে একথা জানিয়েওছে পুলিশ।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, ওই ভিডিওতে দেখা যাচ্ছে JNU ছাত্রনেতা উমর খালিদকেও। কিন্তু, তাঁকে কোনও স্লোগান দিতে দেখা যায়নি।
ইতিমধ্যেই ৮ জন সন্দেহভাজনের ছবির তালিকা তৈরি করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাদের কাউকেই পুলিশ শনাক্ত করে উঠতে পারেনি।