দেশের নাগরিকত্ব ছেড়ে আইসিসে যোগ দিতে চাওয়া সাংবাদিকের খোঁজে পুলিস
ইয়াকুব মেমনের ফাঁসির পর সে লিখেছিল দেশের নাগরিকত্ব ছেড়ে এবার আইসিস (ISIS) জঙ্গিগোষ্ঠীর হয়ে নাম লেখাব। নিজেকে জুবের আমেদ খান পরিচয় দেওয়া সেই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইয়াকুব মেমনকে শহীদ বলেছিলেন। আইসিস প্রধান আবু বকর আল- বাগাদাদিকে তার পোস্ট শেয়ারও করেন সেই সাংবাদিক।
ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের ফাঁসির পর সে লিখেছিল দেশের নাগরিকত্ব ছেড়ে এবার আইসিস (ISIS) জঙ্গিগোষ্ঠীর হয়ে নাম লেখাব। নিজেকে জুবের আমেদ খান পরিচয় দেওয়া সেই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইয়াকুব মেমনকে শহীদ বলেছিলেন। আইসিস প্রধান আবু বকর আল- বাগাদাদিকে তার পোস্ট শেয়ারও করেন সেই সাংবাদিক।
মুম্বই পুলিস এই সাংবাদিককে খুঁজে পেতে জোর তল্লাসি শুরু করেছে। গত মঙ্গলবার মুম্বই পুলিসের ক্রাইম ব্র্যাঞ্চের হাতে জালে ধরা পড়ে যাচ্ছিলেন এই সাংবাদিক। কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যান।
ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে নানা পোস্টে সেই সাংবাদিক বিভিন্ন সময় দেশ বিরোধী পোস্টও করেছেন। এক ব্যক্তি ক দিন আগে পুলিসকে জানায় সেই সাংবাদিকের বিতর্কিত পোস্টের কথা। এরপরই সক্রিয় হয়ে ওঠে পুলিস।