দেশের পরবর্তী প্রধান বিচারপতি দীপক মিশ্র
ওয়েব ডেস্ক: দেশের ৪৫তম প্রধান বিচারপতি হতে চলেছেন দীপক মিশ্র। বর্তমান প্রধান বিচারপতি জগদীশ সিং কেহরের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২৭শে অগস্ট অবসর গ্রহণ করবেন বিচারপতি কেহর। আর তারপরই দেশের প্রধান বিচারপতির আসনে বসবেন বিচারপতি দীপক মিশ্র। ২০১৮ সালের ২রা অক্টোবর আবসর গ্রহণের আগে পর্যন্ত এই পদে বহাল থাকবেন বিচারপতি মিশ্র। জানা যাচ্ছে, বিচারপতি কেহরেই তাঁর উত্তরসুরি হিসাবে সুপারিশ করেছেন বিচারপতি দীপক মিশ্রের নাম।
Justice Dipak Misra to be the next Chief Justice of India (CJI), Justice Jagdish Singh Khehar is retiring on August 27 this year
— ANI (@ANI) August 8, 2017
১৯৭৭ সালের ১৪ই ফেব্রুয়ারি বারে নথিভুক্ত হন দীপক মিশ্র। তখন থেকে ওড়িশা হাইকোর্ট ও সার্ভিস ট্রাইব্যুনালে কাজ করতে থাকেন তিনি। ১৯৯৬ সালে ওড়িশা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদে নিযুক্ত হন বিচারপতি দীপক মিশ্র। এরপর মধ্যপ্রদেশ হাইকোর্টে বদলি হন তিনি এবং ১৯৯৭ সালের ১৯শে ডিসেম্বর স্থায়ী বিচারপতির পদ লাভ করেন। ২০০৯-এর ডিসেম্বরে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হন বিচারপতি মিশ্র। তারপর ২০১০ সালে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেন তিনি এবং ২০১১ সালের ১০ই অক্টোবর দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন। এবার দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পেতে চলেছেন সুপ্রিম কোর্টে প্রায় ৭ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বিচারপতি দীপক মিশ্র।