নাবালাক ধর্ষকের মুক্তিতে দেশজুড়ে বিক্ষোভ, আজ রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস বিলে আলোচনা

Updated By: Dec 22, 2015, 10:41 AM IST
নাবালাক ধর্ষকের মুক্তিতে দেশজুড়ে  বিক্ষোভ, আজ রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস বিলে আলোচনা

ওয়েব ডেস্ক: আজ জুভেনাইল জাস্টিস বিল নিয়ে আলোচনা হবে রাজ্যসভায়। বেলা দুটোর সময় পেশ হবে বিল। সেসময় সংসদের উচ্চকক্ষে উপস্থিত থাকবেন নির্ভয়ার বাবা-মা। নাবালাক ধর্ষকের মুক্তির পর থেকে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। চাপের মুখে রাজ্যসভায় জুভেনাইল জাস্টিস বিলে সংশোধন আনতে আলোচনায় সম্মত হয়েছে সব দল। সংশোধনীতে বলা হয়েছে,খুন ও ধর্ষণের মত ঘৃণ্যতম অপরাধে ষোলো বছরের কম কেউ অভিযুক্ত হলে, সেটা প্রাপ্তবয়স্কের সমান গণ্য করা হবে। লোকসভায় আগেই পাস হয়েছে জুভেনাইল জাস্টিস বিল। রাজ্যসভাতেও পেশ হয়েছিল এই বিল। তখন স্ক্রুটিনির জন্য বিলটিকে সংসদীয় কমিটিতে ফেরত পাঠিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এবার দুজনেই এই বিলকে সমর্থন জানাবে বলেছে।

.