ট্যুইটারে নিজের কংগ্রেস-পরিচিতি সরালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া!
এ বিষয়ে কোনওরকম জল্পনা অর্থহীন।
নিজস্ব প্রতিবেদন: কমলনাথকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীত্ব দেওয়ার পর থেকেই দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই নিয়ে বেশ কয়েকবারই মুখ খুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং গুনা-শিবপুরী কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কংগ্রেসের নাম সরিয়ে দেওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ট্যুইটার অ্যাকাউন্টে আগে যেখানে লেখা ছিল প্রাক্তন লোকসভা সদস্য, গুনা (২০০২-২০১৯); প্রাক্তন শক্তিমন্ত্রী (আই/সি), সেখানে এখন শুধুই লেখা পাবলিক সার্ভেন্ট ও ক্রিকেট-প্রেমী। নিজের প্রোফাইল নিয়ে গুজব ভিত্তিহী বলে দাবি করেন তিনি। জ্যোতিরাদিত্য জানিয়েছেন যে একমাস আগেই তাঁর ট্যুইটার বায়ো বদল করেছিলেন তিনি। তাই এ বিষয়ে কোনওরকম জল্পনা অর্থহীন।
আরও পড়ুন - মহারাষ্ট্রে মহানাটক! মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিরোধী জোটের শক্তি প্রদর্শন, একমঞ্চে শরদ-উদ্ধব-খাড়গে
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে জয় পায় কংগ্রেস। কিন্তু তাঁকে মুখ্যমন্ত্রী পদে না বসানোয় কিছুটা ক্ষুব্ধ হন সিন্ধিয়া রাজ পরিবারের এই সন্তান। এদিকে গত লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ ছাড়ার পর জ্যোতিরাদিত্য কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেন।