তিহারের সেই তিন নম্বর জেলে আফজল গুরুর জায়গাতেই রাখা হয়েছে কানহাইয়াকে!
ওয়েব ডেস্কঃ কয়েকদিন আগে অবধি কেউ চিনত না ছেলেটাকে। আজ গোটা দেশ জুড়ে তাকে নিয়ে হৈ চৈ। তিনি কানাহাইয়া কুমার। জেএনইউএসইউ-এর প্রেসিডেন্ট। তাঁর ওপর এখন দেশদ্রোহিতার অভিযোগ। তিনি নাকি আফজল গুরুদের মতো সন্ত্রাসবাদীদের হয়ে শ্লোগান দিয়ে দেশবিরোধী কার্যকলাপকে সমর্থন করছেন। কানহাইয়া সন্ত্রাসবাদী কিনা সেবিষয়ে কোনও তথ্য প্রমাণ পাওয়ার আগেই কানহাইয়াকে আফজলের জায়গায় বসিয়ে দিল তিহার জেল কর্তৃপক্ষ। তিহার জেলের সেই ৩ নম্বর জেল যেখানে আফজল গুরুকে রাখা হয়েছিল সেখানেই রাখা হলো কানহাইয়া কুমারকে।
১৪ দিন এই ৩ নম্বর জেলের ৪ নম্বর ওয়ার্ডেই কাটাবেন কানহাইয়া। ১৭ জনের একটী দল ২৪ ঘন্টা তাঁর ওপর নজর রাখবে। বুধবার রাতে ৫০ জন পুলিশের পাহারায় তাঁকে তিহার জেলে নিয়ে আসা হয়। জেলের ভিতর তাঁর নিরাপত্তা আরও আঁটসাটো। ঠিক যেমনটা থাকে জেলবন্দী সন্ত্রাসবাদীদের। সবসময় কানহাইয়ার চারপাশে থাকবে পুলিশ, জেলের নিরাপত্তারক্ষীরা যাতে কোনও মতেই এক মুহুর্তের জন্যও চোখের আড়াল না হয়। কানহাইয়ার খাবারও পরীক্ষা করে তবেই খেতে দেওয়া হবে।