আত্মরক্ষার স্বার্থে মহিলাদের জন্য নির্ভীক রিভলভর নিয়ে এল কানপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি

মরিচ স্প্রে, পেন, ছুরি। এতদিন এগুলোই ছিল আত্মরক্ষার অন্যতম অস্ত্র। এবার সেই তালিকায় ঢুকল রিভলভরও। শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ প্রযুক্তির রিভলভর তৈরি করেছে কানপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। নাম দেওয়া হয়েছে নির্ভীক।

Updated By: Mar 19, 2015, 08:35 PM IST
আত্মরক্ষার স্বার্থে মহিলাদের জন্য নির্ভীক রিভলভর নিয়ে এল কানপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি

ওয়েব ডেস্ক: মরিচ স্প্রে, পেন, ছুরি। এতদিন এগুলোই ছিল আত্মরক্ষার অন্যতম অস্ত্র। এবার সেই তালিকায় ঢুকল রিভলভরও। শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ প্রযুক্তির রিভলভর তৈরি করেছে কানপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। নাম দেওয়া হয়েছে নির্ভীক।

আত্মরক্ষায় আগ্নেয়াস্ত্র। কিন্তু, সে তো মূলত ব্যবহার করেন পুরুষরাই। সেই ধারনা থেকেই এবার বেরিয়ে আসতে উদ্যোগী হল কানপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। শুধুমাত্র মহিলাদের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে রিভলভর।

হ্যাঁ, ওজন মাত্র ৫২৫ গ্রাম। দশ থেকে পনেরো মিটার দূর পর্যন্ত ছুটে যেতে পারবে এই রিভলভরের গুলি। দাম ১ লক্ষ ২২ হাজার টাকা। মহিলাদের ওপর প্রতিনিয়ত বাড়ছে আক্রমণ। প্রধানমন্ত্রীও বলছেন, নারী নির্যাতনের ঘটনায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। নিজেদের নিরাপত্তায় এবার কি তাহলে আগ্নেয়াস্ত্রই তুলে নিতে হবে মহিলাদের?

 

.