কর্ণাটকে জোর টক্করে সামান্য এগিয়ে কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষার

২২৫ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক সংখ্যা ১১৩। 

Updated By: May 10, 2018, 11:11 PM IST
কর্ণাটকে জোর টক্করে সামান্য এগিয়ে কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষার

নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির ভোটের আগে কর্ণাটক জয় করে কি আত্মবিশ্বাস সংগ্রহ করতে পারবে কংগ্রেস? নাকি আবারও মোদী-শাহ জুটির সামনে ধাক্কা খাবেন রাহুল গান্ধী। প্রাক নির্বাচনী সবকটি সমীক্ষারই দাবি, লড়াই হবে সমানে-সমানে। তবে কংগ্রেসের পাল্লা সামান্য হলেও ভারী।  

২২৫ আসনের কর্ণাটক বিধানসভায় জাদু সংখ্যা ১১৩। নির্বাচন হচ্ছে ২২৪টি আসনে। একটি আসনে অ্যাঙ্গো-ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিকে নির্বাচিত করেন রাজ্যপাল।
 

কোন সমীক্ষা কী বলছে?  

টাইমস নাও-ভিএমআর          
 

বিজেপি- ৮৯
কংগ্রেস- ৯১
জেডিএস- ৪০

ইন্ডিয়া টুডে
 

বিজেপি- ৭৮-৮৬
কংগ্রেস- ৯০-১০১
জেডিএস- ৩৪-৪৩

নিউজ এক্স-সিএনএক্স

বিজেপি- ৮৭
কংগ্রেস- ৯০
জেডিএস- ৩৯

এবিপি-সিএসডিএস

বিজেপি- ৮৪
কংগ্রেস- ৯৭
জেডিএস- ৩৭

ইন্ডিয়া টিভি

বিজেপি- ৮৫
কংগ্রেস- ৯৬
জেডিএস- ৩৮

সুর্বণা 

বিজেপি- ১০২
কংগ্রেস- ৭২
জেডিএস- ৪৪

জন কি বাত

বিজেপি- ১০২-১০৮
কংগ্রেস- ৭২-৭৪
জেডিএস- ৪২-৪৪

বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অবশ্য দাবি করেছেন, ১৩০টিরও বেশি আসন পাবেন বিজেপি। তবে প্রাক নির্বাচনী সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে, তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কংগ্রেস ও বিজেপি। সেক্ষেত্রে জেডিএস হতে চলেছে কিংমেকার। 

আরও পড়ুন- গুগল ও ওয়াইফাই বদলে দিয়েছে জীবন, সাফল্যের কাহিনি শোনালেন কেরলের কুলি

.