হারিয়ে গিয়েছে চেনা ছবিটা, গোলাগুলি-কারফিউ-বিক্ষোভই এখন কাশ্মীরের রোজনামচা
হারিয়ে গিয়েছে কাশ্মীরের চেনা ছবিটা। আড়াই মাস পার হয়ে গেছে। গোলাগুলি, কারফিউ, বিক্ষোভই এখন কাশ্মীরের রোজনামচা। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত উপত্যকা। জনতা-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। শনিবার ৭৮ দিনে পড়ল কারফিউ।
ওয়েব ডেস্ক: হারিয়ে গিয়েছে কাশ্মীরের চেনা ছবিটা। আড়াই মাস পার হয়ে গেছে। গোলাগুলি, কারফিউ, বিক্ষোভই এখন কাশ্মীরের রোজনামচা। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত উপত্যকা। জনতা-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। শনিবার ৭৮ দিনে পড়ল কারফিউ।
আরও পড়ুন সীমান্তে যুদ্ধের আবহ, এরই মাঝে সন্দেহজনক পায়রার গতিবিধি!
সংঘর্ষে এপর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে ৭০০০ হাজারের বেশি মানুষ। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ জারি রাখার কথা ঘোষণা করেছেন বিচ্ছিন্নতাবাদীরা। আর এই অশান্তিতে সব থেকে মার খেয়েছে কাশ্মীরের পর্যটনে। পর্যটনের উপর অনেকটাই নির্ভর করে উপত্যকার অর্থনীতি।
গত কয়েক মাসের অশান্তিতে কমপক্ষে ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। গত বছর অগাস্টের প্রথম ২ সপ্তাহে উননব্বই হাজারের বেশি পর্যটক এসেছিল। এবছর সেটা কমে দশ হাজার হয়েছে। সামনেই উত্সবের মরশুম। তখনও এই হাল চললে আরও বাড়বে ক্ষতির মাত্রা।
আরও পড়ুন চরম হতাশা থেকে স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন জানালেন, ভোপালের লক্ষ্মী যাদব