ইডি-হেফাজতে ২৫ জানুয়ারি পর্যন্ত থাকবেন কে ডি

জেরায় কে ডি-র বয়ানে অসঙ্গতি মেলে। তাঁকে প্রথমে আটক করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে গ্রেফতার করা হয়।

Updated By: Jan 16, 2021, 08:06 PM IST
ইডি-হেফাজতে ২৫ জানুয়ারি পর্যন্ত থাকবেন কে ডি

নিজস্ব প্রতিবেদন: আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজতেই থাকবেন আর্থিক তছরুপের অভিযোগে ধৃত কে ডি সিং।

কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ ব্যবসায়ী কে ডি সিং (k d singh)-কে গ্রেফতার করল ইডি (enforcement directorate)। দিল্লিতে ফার্ম হাউস থেকে গ্রেফতার হয়েছিলেন কে ডি। ইডি সূত্রে খবর, দুশো ষোলো কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

গ্রেফতারের দিনে তদন্তকারীরা তাঁর বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন। তাঁকে প্রথমে আটক করা হয়। এর আগে, সারদা এবং নারদ কাণ্ডের সময়ও একাধিকবার তাঁর নাম উঠে এসেছে। জেল থেকে সুদীপ্ত সেনের লেখা চিঠিতেই কে ডি সিং-এর নাম ছিল। সূত্রের খবর, বিগত কয়েকবছর ধরেই নজরে ছিলেন কে ডি। গত কয়েকদিন ধরেই দফায় দফায় তাঁর জেরা চলছিল। কে ডি-র বয়ানে অসঙ্গতি মেলে এরপরই তাঁকে প্রথমে আটক করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে তাঁকে গ্রেফতার করা হয়। 

ভোটের মুখে কে ডি-র গ্রেফতারের ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। সৌগত রায়ের (sougata roy) মন্তব্য 'কেডি সিং তৃণমূলের সঙ্গে নেই।' 'প্রাক্তন সাংসদের সঙ্গে জড়িয়ে মুকুল। তাঁকেও গ্রেফতার করা হোক।' দাবি তোলেন কুণাল ঘোষ (kunal ghosh)। 'আগেই গ্রেফতার করা উচিত ছিল।' মন্তব্য জয়প্রকাশ মজুমদারের (jayprakash mazumder)।

Also Read: শক্তি বাড়ছে কৃষক আন্দোলনের! বাংলা, বিহার, ঝাড়খণ্ডের ১০ হাজার চাষী যাচ্ছেন দিল্লি

.