নতুন করে বিজ্ঞানসম্মত ভাবে সাজিয়ে তোলা হবে কেদারনাথকে

উত্তরাখণ্ডের বন্যায় মন্দিরনগরী কেদারনাথ এখন ধ্বংসস্তূপ। নতুন করে বিজ্ঞানসম্মত ভাবে গড়ে তোলা হবে কেদারনাথকে। ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে আজ এই কথাই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা।

Updated By: Jun 29, 2013, 05:32 PM IST

উত্তরাখণ্ডের বন্যায় মন্দিরনগরী কেদারনাথ এখন ধ্বংসস্তূপ। নতুন করে বিজ্ঞানসম্মত ভাবে গড়ে তোলা হবে কেদারনাথকে। ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। একটি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে আজ এই কথাই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা।
মঠের কাছে কোনও নির্মানকার্য হবে না বলে জানিয়েছেন বিজয় বহুগুণা। পরিবেশবিদ ও নৃতত্ত্ববিদদের মতামত নিয়েই নতুন করে গড়ে তোলা হবে কেদারনাথকে। কেদারনাথ যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে, নতুন করে কেদারনাথকে সাজিয়ে তোলার সময় সেই বিষয়টিকেও বিবেচনার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
বহুগুণা জানিয়েছেন ভবিষ্যতক যাঁরা কেদারনাথ দর্শনে আসতে চান তাঁদের নাম রেজিস্টার করে আসতে হবে।

.