কেরালা সরকারের অ্যালকোহল মুক্ত রাজ্যে সায় দিল আদালত, বিলাসবহুল হোটেল ছাড়া রাজ্যে বন্ধ বার

বিলাসবহুল হোটেল ছাড়া সমস্ত পানশালা বা বার বন্ধ করার কেরালা সরকারের নির্দেশ বহাল রাখল আদালত। রাজ্যের সমস্ত দুই ও তিন তারা হোটেলে বার বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

Updated By: Oct 30, 2014, 03:34 PM IST
কেরালা সরকারের অ্যালকোহল মুক্ত রাজ্যে সায় দিল আদালত, বিলাসবহুল হোটেল ছাড়া রাজ্যে বন্ধ বার

ওয়েব ডেস্ক: বিলাসবহুল হোটেল ছাড়া সমস্ত পানশালা বা বার বন্ধ করার কেরালা সরকারের নির্দেশ বহাল রাখল আদালত। রাজ্যের সমস্ত দুই ও তিন তারা হোটেলে বার বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ১৪ অগাস্ট কেরালা সরকার নতুন নিয়ম কার্যকর করে রাজ্যে শুধু পাঁচতারা হোটেল বাদে অন্যান্য হোটেল সংলগ্ন পানাশালা বা বার বন্ধের নির্দেশ নেওয়া হয়। এই নির্দেশ অনুযায়ী মাত্র ২৩টি পাঁচতারা হোটেল ছাড়া রাজ্যের আর কোথাও পানশালা থাকবে না। সরকারের এমন নির্দেশিকার বিরুদ্ধে কেরালা বার মালিক অ্যাসোসিয়েশন আদালতে মামলা করে ।

২ অক্টোবর থেকে সরকার রাজ্যে ৩৮৩টি খুচরো মদের দোকানের মধ্যে ৩৯টি বন্ধ করে দেয়। এভাবে আস্তে আস্তে ১০ বছরে কেরালাকে অ্যালকোহল মুক্ত রাজ্য গড়ে তোলার কথা বলে ছিলেন মুখ্যমন্ত্রী  উম্মেন চাণ্ডী।

এখনও পর্যন্ত ভারতে তিনটি অ্যালকোহল মুক্ত রাজ্য আছে সেগুলি হল গুজরাট, মিজোরাম ও নাগাল্যান্ড। 

.