India Alliance: দিল্লিতে চর্চায় INDIA জোটের বৈঠক, এক নজরে সারাদিন...
আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে I.N.D.I.A। মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, আর তৃতীয়টি মুম্বইয়ে। ব্যবধান ৩ মাসের। আজ, মঙ্গলবার চতুর্থ বৈঠক হল দিল্লিতে।
জি ২৫ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক শেষ। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর রথ থামানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে সব দলের প্রতিনিধিদের। বৈঠকে প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয়। তবে, এই প্রস্তাবে নীরব খাড়গে বলেছেন যে নির্বাচনের ফলাফলের পরে এই বিষয়ে আলোচনা করা হবে।
'৮ থেকে ১০ মিটিং এবং তারপরই সিদ্ধান্ত...'
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'এই চতুর্থ বৈঠকে ২৮টি দল অংশ নিয়েছিল। জোটের সামনে সব নেতা তাদের মতামত তুলে ধরেন। এটা সুখের বিষয়। বৈঠকে সব নেতারা ঐক্যবদ্ধ হয়ে জোটকে আরও শক্তিশালী করতে ৮-১০টি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।'
'গণতন্ত্র বাঁচাতে একসঙ্গে লড়ুন'
খাড়গে বলেন, 'আমাদের ১৪২ সাংসদকে বিজেপি সরকার সাসপেন্ড করেছে। এ জন্য আমরা সরকারের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছি এবং বলেছি, গণতন্ত্রকে বাঁচাতে হলে একসঙ্গে লড়াই করতে হবে।' খড়গে বলেন, আমরা বাড়িতে যে বিষয়গুলো তুলেছি তা ভুল ছিল না। আমরা জিজ্ঞাসা করলাম বাড়ির ভিতরে যারা এসেছে তারা কিভাবে এসেছে এবং কারা তাদের নিয়ে এসেছে। তাদের সমস্যা ছিল। তিনি লোকসভায় আওয়াজ তুলেছিলেন কিন্তু আমরা তার উত্তর পাইনি।
'হাউসে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবহিত করুন'
কংগ্রেস সভাপতি বলেন, 'আমরা বলছি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হাউসে এসে ঘটনাটি হাউসকে জানাতে হবে। হাউস চলছে আর এই মানুষগুলো আহমেদাবাদ আর বেনারসে ঘুরে বেড়াচ্ছে। গণতন্ত্রকে ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। তারা ১৫১ জন সংসদ সদস্যকে সাসপেন্ড করেছে। এটাই প্রথম ঘটনা যখন এত লোককে সংসদ থেকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও এইচএম ভাবছেন দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য আর কেউ নেই, কিন্তু তাদের ধারণা ভুল।'
आज INDIA गठबंधन की चौथी बैठक हुई। इस बैठक में 28 दलों के नेता शामिल हुए और उन्होंने अपने विचारों को सबके सामने रखा।
सभी ने एकजुट होकर गठबंधन को मजबूत करने और लोगों के हित से जुड़े मुद्दों को उठाने पर बात की।
आने वाले समय में सभी ने मिलकर 8 से 10 मीटिंग करने का फैसला भी किया… pic.twitter.com/8ZSbmHuVoE
— Mallikarjun Kharge (@kharge) December 19, 2023
স্থগিতাদেশের বিরুদ্ধে ২২ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ
মল্লিকার্জুন খাড়গে বলেন, 'এখন পর্যন্ত দেশে এত সাংসদকে সাসপেন্ড করা হয়নি। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছেন তাদের স্বৈরাচার কেউ ঠেকাতে পারবে না কিন্তু তা নয়। এই বোঝাপড়ার অবসান ঘটাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জোটের সব দল একসঙ্গে 22 ডিসেম্বর এই স্থগিতাদেশের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ করবে।'
খাড়গে কি জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন?
সূত্রের খবর, বৈঠকে জোটকে শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায় খড়গেকে I.N.D.I.A. তাকে জোটের সমন্বয়ক করার প্রস্তাব দেন ড. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তৎক্ষণাৎ তাঁর প্রস্তাবকে সমর্থন করেন। তিনি আরও বলেন, 'আমি খড়গে জিকে প্রধানমন্ত্রী প্রার্থী করার পক্ষে। একজন দলিতকে প্রধানমন্ত্রী প্রার্থী করাই ভালো হবে।'
৩১ ডিসেম্বর পর্যন্ত আসন ভাগাভাগি করতে হবে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রস্তাব করেছেন যে সমস্ত রাজ্যে আসন ভাগাভাগির পরিস্থিতি ৩১ ডিসেম্বরের মধ্যে পরিষ্কার করা উচিত, যাতে সমস্ত দল জানতে পারে যে তারা কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কংগ্রেস কতটি এবং কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। . তার দাবিতে তাৎক্ষণিক কোনো সমঝোতা সম্ভব হয়নি।
বৈঠকে এই দুটি বড় ইস্যু পাস হয়
সূত্র জানায়, জোটের বৈঠকে দুটি বিষয়ে প্রস্তাব পাস হয়েছে। প্রথম ইস্যু হল সাময়িক বরখাস্ত হওয়া সংসদ সদস্যদের বরখাস্ত প্রত্যাহার এবং দ্বিতীয়টি ইভিএম কারচুপির অভিযোগ। বিশেষজ্ঞদের মতে, বৈঠকে দলগুলোর মধ্যে পুরনো বিরোধ নিয়েও আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে আগে যা হয়েছে তাই হয়েছে, এখন ভবিষ্যতে আলোচনা হবে। ভারত জোটের বড় বৈঠকের পরিবর্তে ব্যাক চ্যানেল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়
খাড়গের নাম উঠতেই ক্ষুব্ধ লালু-নীতীশ
তথ্য অনুযায়ী, জোটের সমন্বয়ক হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম নিয়ে বিহারের নেতা নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব উভয়েই ক্ষুব্ধ বলে জানা গেছে। সংবাদ সম্মেলনের আগেই দুই নেতাই স্থান ত্যাগ করেন। উভয় নেতার অবস্থানের কারণে রাজনৈতিক মহলে আলোচনা জোরদার হয়েছে যে জোটে নেওয়া এসব সিদ্ধান্ত বিহারের কাছে গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন, Covid 19: বড় বিপদের সংকেত কেরালায়! ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১১৫
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)