কিস্তোয়ার ইস্যু: আজও বাদল অধিবেশনে কাটল না দ্বন্দ্বের মেঘ
একাধিক ইস্যুতে আজও উত্তাল সংসদের বাদল অধিবেশন। হরিয়ানায় জমি কেলেঙ্কারি নিয়ে বিজেপির তোপের মুখে কংগ্রেস। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে লোকসভার অধিবেশন।
একাধিক ইস্যুতে আজও উত্তাল সংসদের বাদল অধিবেশন। হরিয়ানায় জমি কেলেঙ্কারি নিয়ে বিজেপির তোপের মুখে কংগ্রেস। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে লোকসভার অধিবেশন।
কিস্তোয়ার ইস্যুতেও কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদরা। এই পরিস্থিতিতে একের পর এক অস্বস্তি এড়াতে পথ খুঁজছে মনমোহন সিং সরকার। আর সেই লক্ষ্যেই একাধিক ইস্যুতে বিরোধীদের সমর্থন পেতে সর্বদলের ডাক বলে মনে করা হচ্ছে। খাদ্য সুরক্ষা বিল নিয়ে বিরোধীদের সমর্থন পেতেই মূলত এই বৈঠক।