যাত্রা শুরু কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের

Updated By: Nov 9, 2017, 11:52 AM IST
যাত্রা শুরু কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের

নিজস্ব প্রতিবেদন: আরও নিবিড় হল বন্ধন। কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের পর এবার চালু হতে চলেছে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল পরিষেবার উদ্বোধন করলেন। তবে আজ বন্ধনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও আগামী ১৪ নভেম্বর থেকেই এই রেল পরিষেবা পাবেন যাত্রীরা, জানিয়েছেন খুলনার স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার। 

আরও পড়ুন- ভারতে আসছেন ট্রাম্পকন্যা, হায়দরাবাদে ভিক্ষা বন্ধ করল প্রশাসন

বন্ধন এক্সপ্রেস পরিষেবার প্রয়োজনীয় তথ্যাবলী: 

- পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে চলবে বন্ধন এক্সপ্রেস 
- প্রতি সপ্তাহের মঙ্গলবার বন্ধন এক্সপ্রেস চলবে 
- মোট ৪৫৬ জন যাত্রী বন্ধন এক্সপ্রেসে সফর করতে পারবে (৩১২ এসি চেয়ার কার+১৪৪ ফার্স্ট এসি)
- কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস অতিক্রম করবে মোট ১৭২ কিলোমিটার (ভারতে ৭৭ কিমি পথ+ বাংলাদেশে ৯৫ কিমি পথ) যাত্রাপথ
- বন্ধন এক্সপ্রেসে কলকাতা থেকে খুলনা এবং খুলনা থেকে কলকাতা আসতে সময় লাগবে ৪ ঘণ্টা ৫০ মিনিট 
- ভারতীয় সময়ে সকাল ৭.১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস রওনা দেবে, খুলনায় পৌঁছাবে বেলা ১২টা নাগাদ।
- বাংলাদেশের খুলনা থেকে দুপুর ১.২০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) বন্ধন এক্সপ্রেস ছাড়বে, কলকাতা স্টেশনে এসে পৌঁছাবে সন্ধ্যা ৬.১০ মিনিটে 
- কলকাতা আন্তর্জাতিক টার্মিনাল এবং বেনাপোল বর্ডার চেকপোস্ট, উভয় স্থানেই ইমিগ্রেশন হবে     

আরও পড়ুন- কন্ডোমের আড়ালে হেরোইন! বমাল গ্রেফতার পাচারকারী

.