'ভারত ছাড়ছি না, মুম্বই যথেষ্ট নিরাপদ', সাহায্যে এগিয়ে আসা যুবককে ধন্যবাদ কোরিয়ান ইউটিউবারের
একজন ভারতীয় যুবক ওই কোরিয়ান ইউটিউবারকে সাহায্যে এগিয়ে আসে। তিনি ওই যুবতীকে জানান যে, তিনি তাঁর লাইভ স্ট্রিমিং দেখছিলেন। আর সেটা দেখেই ঘটনাস্থলে ছুটে আসেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধন্যবাদ। ধন্যবাদ, পুলিস তৎপর হওয়ার জন্য। ধন্যবাদ, আমাকে যাঁরা হেনস্থা করেছিল, তাদের দ্রুত গ্রেফতার করার জন্য। ধন্যবাদ, সেই মানুষটিকে যে আমাকে বাঁচানোর জন্য ছুটে এসেছিল। মুম্বই যথেষ্ট নিরাপদ। না, আমি ভারত ছাড়ছি না। আমি ভারতেই থাকছি। আমি আমার ট্যুর সম্পূর্ণ করব। আমি আবার ভিডিয়ো বানাব। নয়া ভিডিয়োতে এমনই বললেন কোরিয়ার সেই ইউটিউবার। প্রসঙ্গত, রাস্তায় কোরিয়ার ওই ইউটিউবারকে হেনস্থা করার অভিযোগে মুম্বই পুলিস ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শেইখ ও আনসারি। ভিডিয়োতে দেখেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
নয়া ভিডিয়ো ক্লিপটি টুইট করেছেন গিরীশ আলভা। যেখানে কোরিয়ার ওই ইউটিউবারের শ্লীলতাহানির পর কী ঘটে, তা ধরা পড়েছে। দেখা যাচ্ছে, একজন ভারতীয় যুবক ওই কোরিয়ান ইউটিউবারকে সাহায্যে এগিয়ে আসে। তিনি ওই যুবতীকে জানান যে, তিনি তাঁর লাইভ স্ট্রিমিং দেখছিলেন। আর সেটা দেখেই ঘটনাস্থলে ছুটে আসেন। ওই যুবককে দুই অভিযুক্তের সঙ্গে কথা বলতেও দেখা যায়। তিনি তাদেরকে ওই কোরিয়ান যুবতীকে হেনস্থা না করতে অনুরোধ করেন। ঘটনাক্রমে ওই যুবক এগিয়ে আসার পরই পালিয়ে যায় অভিযুক্তরা। ভিডিয়োর শেষে ওই যুবককে তাঁর সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিতে দেখা যায় ওই কোরিয়ান ইউটিউবারকে।
Korean Youtuber was molested during live streaming, by Shaikh & Ansari in Mumbai. They were later arrested.
Here's what happened immediately after the incident.
One guy who was watching her live stream, came to rescue her. She thanked him saying "mumbai is pretty much safe" pic.twitter.com/1zmdTOBWbt
— Girish Alva (@girishalva) December 2, 2022
ওই কোরিয়ান ইউটিউবারের অভিযোগ, অভিযুক্ত ২ যুবক প্রকাশ্য রাস্তায় তাঁকে হেনস্থা করে। তাঁর হাত ধরে টানাটানি করতে থাকে। এমনকি তাঁর কোমর ধরে তাঁকে জোর করে বাইকে তোলারও চেষ্টা করে। মুম্বইয়ের রাস্তায় ২৪ বছর বয়সী ওই কোরিয়ান ইউটিউবারের হয়রানির শিকার হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যারপরই নেটিজেনরা এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ১ মিনিটের সেই ভিডিয়োতে দেখা যায়, প্রতিবাদ করা সত্ত্বেও একজন যুবক তাঁর হাত ধরে কীভাবে টানাটানি করছে তাঁকে লিফট দেওয়ার জন্য। যদিও ওই মহিলা এরপরেও শান্ত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকেন।
আরও পড়ুন, চুম্বন বিভ্রাট! মালাবদলের পরই চুমু খেয়ে বসলেন বর, কনে ভাঙলেন বিয়ে
পরে আরেকটি ভিডিয়োতে দেখা যায় কোরিয়ান ইউটিউবার ওই যুবকদেরকে কবল থেকে নিজেকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। লাইভ স্টিমিং-য়ে তিনি বলেন, 'এখন বাড়িতে যাওয়ার সময়।' কিন্তু এরপরেও অভিযুক্ত একটি বাইকে অন্য একজনের সঙ্গে, আবার তাঁকে অনুসরণ করা শুরু করে। আবার লিফটেরও প্রস্তাব দেয়। যারপর ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেছিলন, 'গত রাতে স্ট্রিমিংয়ে একজন ব্যক্তি আমাকে হেনস্থা করে। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি পরিস্থিতি যাতে গুরুতর না হয় এবং সেখান থেকে চলে যাই। এটি আমাকে স্ট্রিমিং সম্পর্কে ভাবতে বাধ্য করছে।'