বিহারে ভোটের লড়াইয়ে ময়দানে লালুর দুই ছেলে
বাবার জুতোয় পা গলাতে চলেছেন লালু প্রসাদ যাদবের দুই পুত্র। বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন লালু পুত্র তেজ প্রতাপ ও তেজস্বী। এই দুই নয়া প্রজন্মের যাদবের নাম ঘোষণা করলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
ওয়েব ডেস্ক: বাবার জুতোয় পা গলাতে চলেছেন লালু প্রসাদ যাদবের দুই পুত্র। বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন লালু পুত্র তেজ প্রতাপ ও তেজস্বী। এই দুই নয়া প্রজন্মের যাদবের নাম ঘোষণা করলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
রাজেডি প্রধান লালুর দুই পুত্র যাদব অধ্যুষিত মহুয়া ও রাঘোপুর থেকে ভোটে দাঁড়াচ্ছেন। বিহারের ধর্মনিরপেক্ষ মহাজোটের অন্যতম প্রধান অংশীদার রাষ্ট্রীয় জনতা দলের হয়ে এই দুটি আসনে লড়েতে দেখা যাবে দু'জনকে। প্রসঙ্গত, দুটি আসনই মোটামুটি সুরক্ষিত। ফলে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে এসেই লালু পুত্রদের জয়ের সম্ভাবনা প্রবল।
বৈশালী জেলার দুটি আসনই আগের বার নীতিশের দল জেডি (ইউ)-এর দখলে ছিল।
২০১০ সালে জনতা দলের (ইউনাইটেড) হয়ে মহুয়া জিতেছিলেন। এই বছর তিনি এইচএএম (এস)-এ যোগ দিয়েছেন। দলের হয়ে লালু পুত্রের বিরুদ্ধে ওই আসন থেকেই লড়তে দেখা যাবে তাঁকে।
২০১০ সালে রাঘোপুর থেকে রাবড়ি দেবীকে হাড়িয়ে বিধায়ক হয়েছিলেন সতীশ কুমার। এই বছর তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির হয়েই ওই একই আসনের জন্য লড়বেন তিনি।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা মাখদুমপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন। এই আসনটি তপশিলিউপজাতিদের জন্য সংরক্ষিত। তাঁর বিরুদ্ধে এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আরজেডি-র সুবেদার সিং।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিহার দখল করতে বধ্য পরিকর বিজেপিও। রীতিমত কোমর বেঁধে ভোট যুদ্ধে নেমে পড়েছে তারাও। তাদের স্লোগান 'বদলাও সরকার, বদলাও বিহার।'