মোদীর `ঝালে` মিলল `আদা -কাঁচকলা`, বিহারে নীতীশ-লালুর জোট

মোদীর `ঝালে` মিলল `আদা কাঁচকলা`, বিহারে নীতীশ-লালুর জোট

Updated By: May 22, 2014, 04:35 PM IST

নরেন্দ্র মোদীকে ঠেকাতে হাত মেলালেন লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার। বিহারে জেডিইউ সরকারকে নিঃশর্ত সমর্থনের সিদ্ধান্ত নিল আর জে ডি। প্রশ্ন উঠছে, আস্থাভোটের আগের দিন অহি নকুল সম্পর্কের লালু প্রসাদ ও নীতীশকুমার কেন এই সিদ্ধান্ত নিলেন? উত্তরটা দিয়েছেন লালুপ্রসাদ নিজেই।

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ জানিয়েছেন, ফ্যাসিস্ত বিজেপিকে ঠেকাতেই তাঁরা জেডিইউ সরকারকে সমর্থন দিচ্ছেন। কাল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নতুন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। আরজেডি পাশে দাঁড়ানোয় অঙ্কের হিসেবে আস্থাভোটে সহজ জয় পাওয়ার কথা জেডিইউর।

বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৭। এই মুহূর্তে জেডিইউর বিধায়ক সংখ্যা ১১৭। আরজেডির রয়েছে একুশজন বিধায়ক। কংগ্রেসের চার বিধায়ক, সিপিআইয়ের এক ও দুই নির্দল বিধায়ক জেডিইউকে সমর্থনের চিঠি দিয়েছে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কাল আস্থাভোটের মোকাবিলা করবেন জিতনরাম মাঝি।

.