হিমাচলের কুলু জেলায় ধসে ভাঙল মনিকরণ সাহিব গুরদোয়ারার পাশের বাড়ি, মৃত ১০
হিমাচলে কুলু জেলার মনিকরণে ধসে ভেঙে পড়ল ঐতিহাসিক মনিকরণ সাহিব গুরদোয়ারার পাশের একটি বাড়ি। ধ্বংসস্তূপ চাপা পড়ে মৃত্যু হয়েছে দশজনের। আহত আরও দশজন। কুলুর ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধসের নীচে আরও দেহ চাপা পড়ে থাকতে পারে। ধ্বংসস্তুপ সরিয়ে চলছে তল্লাসি। ধসের জেরে ভেঙে পড়ে পাশের পাহাড়ের বিশাল বোল্ডারের স্তূপ।
ওয়েব ডেস্ক: হিমাচলে কুলু জেলার মনিকরণে ধসে ভেঙে পড়ল ঐতিহাসিক মনিকরণ সাহিব গুরদোয়ারার পাশের একটি বাড়ি। ধ্বংসস্তূপ চাপা পড়ে মৃত্যু হয়েছে দশজনের। আহত আরও দশজন। কুলুর ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধসের নীচে আরও দেহ চাপা পড়ে থাকতে পারে। ধ্বংসস্তুপ সরিয়ে চলছে তল্লাসি। ধসের জেরে ভেঙে পড়ে পাশের পাহাড়ের বিশাল বোল্ডারের স্তূপ।
দুর্যোগের সময় ভেঙে পড়া বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। সেকারণেই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বোল্ডার পড়া শুরু হতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন মানুষজন। সেই তাঁদের ওপরেই ভেঙে পড়ে বোল্ডার। প্রায় একই সময়ে ভেঙে পড়ে বাড়িটি। আহতদের কুলু হাসপাতালে ভর্তি করা হয়েছে।