শ্রীনগরের পেট্রল পাম্পে ঘাঁটি গড়ার চেষ্টায় লস্কর, জেরায় কবুল নাভেদের

পাক জঙ্গি নাভেদকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। যে জঙ্গি ক্যাম্প থেকে ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকি-উর-রহমান লখভিকে গ্রেফতার করা হয়েছিল সেখানেই  ট্রেনিং দেওয়া হয়েছিল মহম্মদ নাভেদকে।

Updated By: Aug 10, 2015, 04:06 PM IST
 শ্রীনগরের পেট্রল পাম্পে ঘাঁটি গড়ার চেষ্টায় লস্কর, জেরায় কবুল নাভেদের

ওয়েব ডেস্ক: পাক জঙ্গি নাভেদকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। যে জঙ্গি ক্যাম্প থেকে ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকি-উর-রহমান লখভিকে গ্রেফতার করা হয়েছিল সেখানেই  ট্রেনিং দেওয়া হয়েছিল মহম্মদ নাভেদকে।

পাক অধিকৃত কাশ্মীরের কাছেই শাভাই নাল্লাহ ক্যাম্পে টানা তিন মাস অস্ত্র চালানো শেখানো হয়েছিল নাভেদকে।

উধমপুরে একটি বিএসএফ কনভয়ের উপর হামলা চালানোর সময় আর ধরা পড়ে নাভেদ মহম্মদ। উধমপুর জেলার জম্মু-কাশ্মীর হাইওয়েতে কনভয়টির উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে নাভেদ ও তার সঙ্গি মোমিন খান। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় মোমিন। মারা যান দুই বিএসএফ কনস্টেবলও। ধরা পড়ে নাভেদ।

এনআইএ-এর জেরার মুখে ২৩ বছরের এই জঙ্গি স্বীকার করেছে সে আদতে পাকিস্তানের ফইসলাবাদের বাসিন্দা। হামলার ১২দিন আগে মোমিনের সঙ্গে জম্মুতে ঘাঁটি গেড়েছিল সে।

নভেদকে জেরা করে জানা গেছে আরও এক বিস্ফোরক তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি উধমপুরের হামলার ষড়যন্ত্র করে ছিলেন হাফিজ সইদের ছেলে তালহা।

 

.