ধৃত লস্কর-ই-তইবা কম্যান্ডার Nadeem Abrar

Big Success, বলছে কাশ্মীর পুলিস।

Updated By: Jun 28, 2021, 05:50 PM IST
ধৃত লস্কর-ই-তইবা কম্যান্ডার Nadeem Abrar

নিজস্ব প্রতিবেদন: দেশের সুরক্ষার প্রশ্নে বড় রকম সাফল্য। ধরা পড়লেন লস্কর-ই-তৈবা কম্যান্ডার নাদিম আবরার। 

Budgam জেলার নারবাল এলাকা থেকে LAshkar-e-Taiba-র কম্যান্ডার  Nadeem Abrar-কে সোমবার গ্রেফতার করা হয়েছে। 
Srinagar-Baramulla সীমান্ত অঞ্চলে বহু আক্রমণ ও হত্যার সঙ্গে জড়িত এই  Nadeem। এমনকি সরাসরি প্রতিরক্ষা বাহিনীর উপর আক্রমণের অভিযোগও তার উপরে আছে। 

আরও পড়ুন: করোনার ধাক্কা সামাল দিতে শিল্পক্ষেত্রে ১.১ লাখ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের

Kashmir-এর IGP Vijay Kumar এই গ্রেফতারির সূত্রে বলেছেন, এটা একটা রীতিমতো বড় সাফল্য।

সূত্র মারফত জানা গিয়েছে,আবরার JK 05E 5646 নাম্বার প্লেট লাগানো একটি Alto  গাড়িতে করে যাচ্ছিল। Parimpora নামক ক্রসিংয়ে তাকে ধরা হয়। শ্রীনগর পুলিস এই অপারেশ চালায় বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের বাইরে! Distorted Map-প্রশ্নে Twitter-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের

.