লকডাউন ৩.০: কোন জোনে নিষিদ্ধ কোন কাজ; অনুমতি মিলেছে কিসে, তালিকা দিল PIB
তৃতীয়দফার লকডাউনের সময়ে বিভিন্ন জোনে কিছু কিছু কাজ নিষিদ্ধ।
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশকেই করোনা সংক্রমণের ভিত্তিতে রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোনে ভাগ করেছে কেন্দ্র। তৃতীয়দফার লকডাউনের সময়ে বিভিন্ন জোনে কিছু কিছু কাজ নিষিদ্ধ। আবার কোথাও কোথাও চলতে পারে। শুক্রবার এরকমই একটি তালিকা প্রকাশ করেছে পিআইবি।
রেড জোন
এই জোনে চলবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আইটি ও আইটি সম্পর্কিত পরিষবা, কল সেন্টার, কোল্ড স্টোরেজ, গোডাউন, প্রাইভেট সিকিউরিটি। চিকিত্সা ছাড়া অন্য সব কাজে বাইরে বের হওয়া বন্ধ। রিক্সা, ট্য়াক্সি বাস চলবে না। সেলুন খোলা থাকবে না।
Lockdown3.0: What is allowed and what is prohibited, in red, orange and green zones? Here is a simple ready-reckoner for you #IndiaFightsCoronavirus #Lockdown3 #Lockdownextention pic.twitter.com/sxMOTaOXTZ
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 2, 2020
অরেঞ্জ জোন
রেড জোনে যেসব কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়েছে তা ছাড়াও চালু থাকবে ট্যাক্সি ততে সেখানে একজন চালক মাত্র ২ জন যাত্রী নিতে পারবেন। অনুমতি নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে।
গ্রিন জোনে
এই জোনে অধিকাংশ পরিষেবাই চলবে। তবে গোটা দেশেস যেসব পরিষেবা একেবারেই বন্ধ তা চলবে না। বাস চলবে, তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।