প্রজ্ঞার বক্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক, ভোপালে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নারাজ দলেরই নেত্রী
বিজেপি নেতা আরও বলেন, উন্নয়ণের কথা বাদ দিয়ে প্রজ্ঞা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কথা বলছেন
নিজস্ব প্রতিবেদন: দলের নেত্রীই এখন বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে চাইছেন না। লোকসভা নির্বাচনের আগে ভোপালে অস্বস্তিতে বিজেপি।
Fatima R Siddique, BJP on Sadhvi Pragya: I'm angry with the language she uses to provoke people. We had several faces, Alok Sharma,Alok Sanjar, Vishvas Sarang,Surendranath Singh...She spoke about Karkare ji, instead of this, we should talk about development&work towards it.(25.4) pic.twitter.com/IEXjGNp3Ai
— ANI (@ANI) April 25, 2019
BJP's Fatima Rasool says ready to campaign for Sadhvi if she 'apologises' to Muslims
Read @ANI Story | https://t.co/7kwuekWN2g pic.twitter.com/aI8xFFkxDW
— ANI Digital (@ani_digital) April 25, 2019
আরও পড়ুন-জবাব দেওয়া হয় বলেই মন্দিরে আর সন্ত্রাসবাদী হামলা হয় না, বারাণসীতে দাবি মোদীর
গত বিধানসভা নির্বাচনে ভোপালে বিজেপির প্রার্থী ছিলেন ফাতিমা রসুল সিদ্দিকি। শিবরাজ সিং চৌহান ঘনিষ্ঠ এই নেত্রী ছিলেন দলের সংখ্যালঘু মুখ। তিনিই এখন ভোপালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরের হয়ে প্রচার করতে অস্বীকার করেছেন।
ফাতিমা রসুলের দাবি, মালেগাঁও বিস্ফোরণের তদন্ত নিয়ে প্রজ্ঞা যেসব মন্তব্য করেছেন তা একপ্রকার ধর্মযুদ্ধ ঘোষণার সামিল। ওর মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক। উনি মুসিলমদের সম্পর্কে যেসব কথা বলছেন তা আপত্তিজনক। মুম্বই হামলায় শহিদ পুলিস আধিকারিক হেমন্ত কারকারে সম্পর্কে উনি যেসব মন্তব্য করেছেন তাতে আমি ক্ষুব্ধ।
আরও পড়ুন-কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল শ্রীলঙ্কা সরকার
বিজেপি নেত্রী আরও বলেন, প্রজ্ঞা যেসব মন্তব্য করেছেন তাতে শিবরাজ সিং চৌহানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতদিন ধরে রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছেন শিবরাজ সিং চৌহান। আমার বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোটারদের শিবরাজ সিং চৌহানের ওপরে প্রবল শ্রদ্ধা রয়েছে। যে ভাষায় উনি কথা বলছেন তাতে আমার আপত্তি রয়েছে। উন্নয়ণের কথা বাদ দিয়ে উনি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কথা বলছেন।