ক্ষমতায় ফিরলে বিভিন্ন ক্ষেত্রে করের হার কম করবে এনডিএ সরকার: জেটলি

গত পাঁচ বছরে সরকার ট্যাক্সের হার বাড়ায়নি বলেও দাবি করেন জেটলি

Updated By: Apr 5, 2019, 09:02 AM IST
ক্ষমতায় ফিরলে বিভিন্ন ক্ষেত্রে করের হার কম করবে এনডিএ সরকার: জেটলি

নিজস্ব প্রতিবেদন: জিএসটি চালু করে বেশ খানিকটা চাপে কেন্দ্র। তবে ক্ষমতায় ফিরলে করকাঠামো বদল করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আরও পড়ুন-উত্তরবঙ্গে মমতা, 'কারসাজি ধরতে এসেছি', কোচবিহারে পৌঁছে বললেন মুকুল  

বৃহস্পতিবার কনফেডারেশন অব ইন্ডিয়া ইনডাস্ট্রিজ-এর সভায় বক্তব্য রাখছিলেন অরুণ জেটলি। সেখানেই তিনি বলেন, ক্ষমতায় ফিরলে দুটো বিষয়ে মন দেবে এনডিএ সরকার। একটি হল ফিসক্যাল ডেফিসিট কম করা এবং অন্যটি কর কম করা।

এবার ভোটে একটি ইস্যু হল জিএসটি। সেই সিজএসটি প্রসঙ্গও টেনে আনেন জেটলি। বলেন, গত ২০ মাসে জিএসটি হার বিভিন্ন ক্ষেত্রে ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ও ১২ শতাংশ করা হয়েছে।

দেশের আর্থিক বৃদ্ধি সম্পর্কে জেটলি এদিন বলেন, বিভিন্ন ধরনের বাধা সত্বেও দ্রুত আর্থিক বৃদ্ধির পথে এগোচ্ছে ভারত। এই বৃদ্ধি বজায় থাকে তাহলে আগামী এক দশকের মধ্যে দেশে দারিদ্রের হার অনেকটাই নেমে আসবে।

আরও পড়ুন-তোপসিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীর; মৃত ১ শিশু, গুরুতর জখম ৪

গত পাঁচ বছরে সরকার ট্যাক্সের হার বাড়ায়নি বলেও দাবি করেন জেটলি। তাঁর দাবি, ট্যাক্সের হার না বাড়ানোর ফলে কর জমা পড়ার পরিমাণ বেড়েছে। কয়েক দিন অপেক্ষা করুন দলের ইস্তেহার প্রকাশ করা হলে দেশের মানুষ বুঝতে পারেব সরকার সাধারণ মানুষের জন্য কী করতে চায়।

.