দিল্লিতে লোকপাল বিল পাশ করানোই পরবর্তী লক্ষ্য আপ-এর, আস্থা ভোটে জয়ী হওয়ার পর জানালেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী
দিল্লিতে লোকপাল বিল পাশ করাই হবে আম আদমি পার্টি সরকারের পরবর্তী লক্ষ্য। আস্থা ভোটে জয়ী হওয়ার পর সে কথা জানিয়ে দিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আজ সাফ জানান কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না তাঁর সরকার। দুর্নীতিতে জড়ালে রেয়াত করা হবে না তাঁর নিজের দলের নেতা কর্মীদেরওসাধারণ মানুষের জন্য বিনামূল্যে পর্যাপ্ত জল, অর্ধেক দামে বিদ্যুত। সরকারে এসে ইতিমধ্যেই এই দুই প্রতিশ্রুতি পালন করেছেন কেজরিওয়াল। রাজধানীর ভবঘুরেদের জন্য মাথা গোঁজার ঠাঁই তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়াল সরকার। বৃহস্পতিবার আস্থা ভোটে জেতার পর দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এরপর দিল্লিতে জন লোকপাল বিল পাশ করাই হবে তাঁর সরকারের প্রধান লক্ষ্য।
দিল্লিতে লোকপাল বিল পাশ করাই হবে আম আদমি পার্টি সরকারের পরবর্তী লক্ষ্য। আস্থা ভোটে জয়ী হওয়ার পর সে কথা জানিয়ে দিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আজ সাফ জানান কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না তাঁর সরকার। দুর্নীতিতে জড়ালে রেয়াত করা হবে না তাঁর নিজের দলের নেতা কর্মীদেরওসাধারণ মানুষের জন্য বিনামূল্যে পর্যাপ্ত জল, অর্ধেক দামে বিদ্যুত। সরকারে এসে ইতিমধ্যেই এই দুই প্রতিশ্রুতি পালন করেছেন কেজরিওয়াল। রাজধানীর ভবঘুরেদের জন্য মাথা গোঁজার ঠাঁই তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়াল সরকার। বৃহস্পতিবার আস্থা ভোটে জেতার পর দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এরপর দিল্লিতে জন লোকপাল বিল পাশ করাই হবে তাঁর সরকারের প্রধান লক্ষ্য।
তাঁর সরকার যে কোনও রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না তাও বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আম আদমি দলের কোনও নেতা কর্মী দুর্নীতি করলে তাও বরদাস্ত করা হবে না।
দুর্নীতি মুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। কেজরিওয়ালের আশা তাঁদের এই আন্দোলনের ঢেউ ক্রমে গোটা দেশে ছড়িয়ে পড়বে।