হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, ভোটের পর নরসংহার করতে পারে তৃণমূল, আশঙ্কা বিজেপির

দেশজুড়ে ৫৯টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

Updated By: May 19, 2019, 03:18 PM IST
হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, ভোটের পর নরসংহার করতে পারে তৃণমূল, আশঙ্কা বিজেপির

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবি করল বিজেপি। দলের নেত্রী নির্মলা সীতারমনের আশঙ্কা, বাংলার মুখ্যমন্ত্রী প্রথম থেকে হুঙ্কার দিয়ে আসছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজ্যে নরসংহার শুরু হতে পারে। 

দিল্লিতে সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমন বলেন,''বাংলার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে ৬টি আসন থেকে আসছে হিংসার খবর। বিজেপির প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে। প্রকাশ্যে ভোটারদের আটকানো হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করুক নির্বাচন কমিশন''। 

ভোটগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর বাংলায় তৃণমূল ব্যাপক গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা করছেন সীতারমন। তাঁর কথায়,''বাংলার মুখ্যমন্ত্রী প্রথম থেকে হুমকি দিচ্ছেন। আজ ভোটগ্রহণ শেষ হওয়ার পর নরংসহার শুরু করতে পারে তৃণমূল। আমরা মনে করি, আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হোক''।

বাসন্তীর সভায় মমতা বলেছিলেন, ''ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। যা দেখিয়েছেন, সেই আয়নাই দেখবেন। অনেক অপমান করেছেন। সরকার চালাতে দেন না। আইনশৃঙ্খলায় হস্তক্ষেপ করেন''। তৃণমূল নেত্রী প্ররোচনামূলক ভাষণ দিচ্ছেন। তাঁকে ভোট প্রচার থেকে নিষিদ্ধ করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। 

আরও পড়ুন- কেদারনাথে গিয়েও ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা করছেন মোদী!

.