আসলটা হারিয়ে ফেলেছেন? অনলাইনে সংগ্রহ করুন আধার কার্ডের ডুপ্লিকেট

সচিত্র প্রমাণপত্র হিসেবে এই মুহূর্তে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। অন্যান্য গুরুত্বপূর্ণ নথির মত একেও অত্যন্ত সাবধানে রাখা উচিত। কিন্তু, মানুষ মাত্রেই আমাদের ভুল হয়। অসতর্কতায় অনেকসময়ই হারিয়ে ফেলি অনেক দরকারি জিনিস। এখন কেউ যদি আধার হারিয়ে ফেলেন, তাহলে কী করবেন? কীভাবে পাবেন ডুপ্লিকেট আধার?

Updated By: Jul 7, 2017, 07:05 PM IST
আসলটা হারিয়ে ফেলেছেন? অনলাইনে সংগ্রহ করুন আধার কার্ডের ডুপ্লিকেট

ওয়েব ডেস্ক : সচিত্র প্রমাণপত্র হিসেবে এই মুহূর্তে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। অন্যান্য গুরুত্বপূর্ণ নথির মত একেও অত্যন্ত সাবধানে রাখা উচিত। কিন্তু, মানুষ মাত্রেই আমাদের ভুল হয়। অসতর্কতায় অনেকসময়ই হারিয়ে ফেলি অনেক দরকারি জিনিস। এখন কেউ যদি আধার হারিয়ে ফেলেন, তাহলে কী করবেন? কীভাবে পাবেন ডুপ্লিকেট আধার?

আসল আধার কার্ডটি কোনও কারণে হারিয়ে গেলে, অনলাইনে আপনি সংগ্রহ করতে পারেন আধার কার্ডের ডুপ্লিকেট। এজন্য প্রথমে আধার ওয়েবসাইটে (www.uidai.gov.in)  যেতে হবে। এরপর 'Aadhaar Online Services' ট্যাবে গিয়ে ক্লিক করুন 'Retrieve Lost UID/EID'। একটি নতুন পাতা খুলে যাবে। প্রয়োজনীয় ডিটেইলস ফিল-আপ করুন। এবার আপনি 'Aadhaar Number' না 'Enrolment Number', কোনটা পেতে চান, তা সিলেক্ট করুন। আপনার মোবাইল অথবা ইমেলে একটি OTP আসবে। সেটি ভেরিফিকেশনের পরই আধার অথবা এনরোলমেন্ট  নাম্বার আপনার ফোনে বা মেইলে চলে আসবে।

ডুপ্লিকেট ডাউনলোড করতে 'Download Aadhaar' ক্লিক করুন। পরবর্তী পাতায় গিয়ে নিজের আধার বা এনরোলমেন্ট নাম্বারটা দিন। ক্লিক করুন 'Get One Time Password'। ভেরিফাই করুন। তাহলেই পাসওয়ার্ড-প্রোটেক্টেড PDF ফাইলটি ডাউনোলড হয়ে যাবে। আধারে রেজিস্টার করা আপনার বাড়ির পিন কোডটি-ই হল পাসওয়ার্ড।

আরও পড়ুন, যে যে ক্ষেত্রে আপনাকে আধারের সঙ্গে PAN লিংক করতে হবে না

.