এক ধাক্কায় ভর্তুকীহীন রান্নারগ্যাসের দাম কমল ১১৩টাকা
সোমবার ভর্তুকীহীন রান্নারগ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ১১৩টাকা কমল। এর সঙ্গেই বিমান জ্বালানীর দাম ৪.১% হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানীর দাম কমার সঙ্গেই এই দাম হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে তেল সরবরাহকারী সংস্থাগুলি।
ওয়েব ডেস্ক: সোমবার ভর্তুকীহীন রান্নারগ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ১১৩টাকা কমল। এর সঙ্গেই বিমান জ্বালানীর দাম ৪.১% হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানীর দাম কমার সঙ্গেই এই দাম হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে তেল সরবরাহকারী সংস্থাগুলি।
১৪.২ কেজির ভর্তুকীহীন এলপিজি সিলিন্ডারের দাম ৮৬৫ টাকা থেকে কমে ৭৫২ টাকা হল।
অগাস্টের পর থেকে এই নিয়ে ৫ বার দাম কমল ভর্তুকীহীন রান্নার গ্যাসের। কোটার ১২টি গ্যাস সিলিন্ডারের পর এই ভর্তুকীহীন গ্যাস সিলিন্ডার কিনতে হয়।
এই পাঁচটি মূল্যহ্রাসের পরিমাণের ফলে রান্নার গ্যাসের মোট দাম ১৭০.৫ টাকা কমল। গত তিনবছরে যা সর্বনিম্ন।
দিল্লিতে বিমানের জ্বালানীর দাম কিলোলিটার পিছু ২৫৯৪ টাকা ৯৩ পয়সা কমল। এক্ষেত্রেও মোট ৫ বার সরাসরি বিমানের জ্বালানীর দাম কমল।
১ নভেম্বর বিমানের জ্বালানীর দাম এক ধাক্কায় ৪,৯৮৭ টাকা ৭০ পয়সা কমেছিল।
এই নিয়ে অগাস্টমাস থেকে এটিএফ-এর দাম মোট ১৪.৫% হ্রাস পেল।
তবে জ্বালানীর দাম কমলেও বিমানভাড়া কমানোর ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি বিমান সংস্থা গুলি।