পূর্ণ চন্দ্রগ্রহণ আজ

আগামী ছয় বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে দুহাজার এগারোর দশ ডিসেম্বর। সাক্ষী থাকবেন বিশ্ববাসীও। ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ শুরু হয়ে রাত এগারোটা নাগাদ শেষ হবে চন্দ্রগ্রহণ।

Updated By: Dec 10, 2011, 12:41 PM IST

আগামী ছয় বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে দুহাজার এগারোর দশ ডিসেম্বর। সাক্ষী থাকবেন বিশ্ববাসীও। ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ শুরু হয়ে রাত এগারোটা নাগাদ শেষ হবে চন্দ্রগ্রহণ। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় সন্ধে সোয়া ছটা থেকেই চাঁদের ওপর পৃথিবীর ছায়া লক্ষ্য করা যাবে। পূর্ণ চন্দ্রগ্রহণের মূল পর্যায় দেখা যাবে সাতটা ছত্রিশ থেকে আটটা আঠাশ মিনিটের মধ্যেই। ডিসেম্বরের শীতের সন্ধেয় স্বচ্ছ আকাশে বাহান্ন মিনিট ধরে এই মহাজাগতিক বিস্ময় উপভোগ করা যাবে ভারতের মাটি থেকে। দেখা যাবে আকাশজোড়া গাঢ লালচে চাঁদের লুকোচুরি খেলা। শনিবার পূর্ণ চন্দ্রগ্রাসের সময়েই শুধুই উজ্জ্বল কমলা নয়, চাঁদের রং হয়ে উঠতে পারে লাল টকটকে। এখবর আগেই জানিয়েছিল নাসা। তবে শুধুই লালচে নয়, আকারেও অনেকটাই স্ফীত লাগবে শনিবারের চাঁদ।  নাসার তরফে অবশ্য বিষয়টি নজিরবিহীন না হলেও ব্যাখাহীন বলেই জানানো হয়েছ। তবে  ভারতের পাশাপাশি শনিবারের এই বিস্ময়ের সাক্ষী থাকবে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়ার প্রায় সবকটি দেশই। পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া এবং মার্কিন মুলুক থেকেও। তবে ইউরোপ এবং আফ্রিকায় রাত হওয়ার আগেই শেষ হয়ে যাবে চন্দ্রগ্রহণ। এরপর ভারতীয় উপমহাদেশ থেকে এতো দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে সেই বছর সাতেক বাদে  দু হাজার আঠারো সালের জুলাই মাসের শেষ সপ্তাহে। দুহাজার আঠারো সালের জানুয়ারিতে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ হলেও ভারত তার সাক্ষী হতে পারবে না।
 

.