মহারাষ্ট্রের তারাপুরে কেমিক্যাল কারখানায় আগুন

জেরে কেঁপে ওঠে আশপাশের আট থেকে দশ কিলোমিটার এলাকা। দশ কিলোমিটার দূরের পালঘরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ।

Updated By: Mar 9, 2018, 08:11 AM IST
মহারাষ্ট্রের তারাপুরে কেমিক্যাল কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদন: গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে। তারাপুরে কেমিক্যাল কারখানায় আগুন। পরপর ৫টি কারখানায় ছড়িয়েছে আগুন। মজুত রাসায়নে বাড়ছে বিপত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম দমকল। জানা যাচ্ছে একজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, জখম একাধিক। কারখানার বয়লার বিস্ফোরণেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।   

বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে আশপাশের আট থেকে দশ কিলোমিটার এলাকা। দশ কিলোমিটার দূরের পালঘরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। রাত এগারোটা নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের ১০৭ নং ইউনিটে। 

আরও পড়ুন-  লেনিন, শ্যামার পর এবার ভাঙা হল বজরংবলির মূর্তি

.