তৃণমূলে রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ, ত্রিপুরা-গোয়ার পর এবার মমতার টার্গেট হরিয়ানা
আমি হরিয়ানা যেতে যাই: মমতা
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা, গোয়ার পর তৃণমূলের টার্গেট হরিয়ানা। মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা রাহুল গান্ধী ঘনিষ্ঠ অশোক তানওয়ার (Ashok Tanwar)। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বলেন, "ওনারা ব্যবস্থা করলে, আমিও হরিয়ানায় যেতে যাই। বিজেপিকে হারাতে আপনারা তৃণমূলে যোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। রাজ্য এগোলে, দেশও এগোবে।" অশোক তানওয়ার (Ashok Tanwar) বলেন, "যা ঘটছে তাতে গোটা দেশ ক্ষুব্ধ। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রমাণ করেছে, উনি দেশের নেত্রী। কৃষকরা একত্র হওয়ায় মাথানত করতে বাধ্য হয়েছে সরকার। বিরোধীদেরও একজোট হতে হবে। মমতা দি'র নেতৃত্বে আমরা সকলে মিলে বিজেপির বিরুদ্ধে লড়ব।"
Today was a very special day for the Trinamool Congress family!
Our Chairperson @MamataOfficial briefly interacts with everyone who joined us to strengthen the fight against all autocratic forces. pic.twitter.com/477OLfQb9J
— All India Trinamool Congress (@AITCofficial) November 23, 2021
একই দিনে তৃণমূলে (TMC) যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা কংগ্রেস নেতা (Congress Leader) কীর্তি আজাদ (Kirti Azad)। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। যোগদানের পরে কীর্তি আজাদ (Kirti Azad) বলেন, "রাজনীতি থেকে অবসর নেওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে কাজ করব। দেশের আজ ওঁর মতো নেতার প্রয়োজন। আমিও দেশের জন্য খেলেছি। দেশের জন্য লড়েছি। আমার কোনও জাতি নেই, কোনও ধর্ম নেই। রাজনীতি করতে দিদির মতাদর্শে করব। যাঁরা দেশকে ভাঙতে চাইছে তাঁদের রুখতে, কাজ করব। আমি ধন্য, দিদি আজ আমাকে তৃণমূলের সদস্য করলেন।"
আরও পড়ুন: আগরতলায় পুরভোট পিছবে না, সুপ্রিম কোর্টে খারিজ TMC-র আর্জি
আরও পড়ুন: Kirti Azad: বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ