দলের নেতারা BJP-তে চলে যাচ্ছেন; নিজের ঘর আগে সামলান, ওয়েসির নিশানায় Mamata

মিম(AIMIM) প্রধান আরও বলেন, 'উনি ওঁর সব ক্ষোভ আমার ওপরে উগরে দিতে চাইছেন। কিন্তু ওনাকে মনে রাখতে হবে, মুসলিম ভোট ওঁর 'জাগির' নয়

Updated By: Dec 16, 2020, 03:31 PM IST
দলের নেতারা BJP-তে চলে যাচ্ছেন; নিজের ঘর আগে সামলান, ওয়েসির নিশানায় Mamata

নিজস্ব প্রতিবেদন: টাকা দিয়ে ওয়েসিকে কেনা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন(AIMIM)প্রধান আসাদউদ্দিন ওয়েসি(Asaduddin Owaisi)।

উত্তরবঙ্গের সভা থেকে মিম-কে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিম-এর নাম না করে এদিন মমতা(Mamata Banerjee) বলেন, কোটি কোটি টাকা খরচ করে হায়দরাবাদ থেকে একটি দলকে আনা হয়েছে মুসলিম ভোট ভাগ করার জন্য।

আরও পড়ুন-Farmers Protest: সমস্যা সমাধানে কেন্দ্র- কৃষকদের কমিটি তৈরির পক্ষে সুপ্রিম কোর্ট

মমতার ওই মন্তব্য নিয়ে ওয়েসি সংবাদসংস্থাকে বলেন, 'এমন কারও জন্ম হয়নি যে ওয়েসিকে টাকা দিয়ে কিনতে পারে। মমতার অভিযোগের কোনও ভিত্তি নেই। উনি এখন বেকায়দায় পড়ে গিয়েছেন। নিজের দল নিয়ে উনি এখন ভাবুন। দলের এত নেতা বিজেপিতে চলে যাচ্ছে। বিহারে আমাদের যাঁরা ভোট দিয়েছে তাদের উনি অপমান করছেন।' 

মিম(AIMIM) প্রধান আরও বলেন, 'উনি ওঁর সব ক্ষোভ আমার ওপরে উগরে দিতে চাইছেন। কিন্তু ওনাকে মনে রাখতে হবে, মুসলিম ভোট ওঁর 'জাগির' নয়। এখনও পর্যন্ত উনি অনুগত মুসিলমদেরই দেখেছেন। যেসব মুসলিম চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে তাদের উনি পছন্দ করেন না।'

আরও পড়ুন-Vijay Diwas: পুস্পস্তবকে শহিদ সেনানীদের শ্রদ্ধা মোদীর, জ্বলে উঠল Swarnim Vijay মশাল

উল্লেখ্য, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কী বলেছিলেন মমতা! তৃণমূল নেত্রী বলেন, ' রাজ্যে মুসিলম ভোট ভাগ করতে কোটি কোটি টাকা খরচ করে হায়দরাবাদ থেকে একটি দলকে রাজ্যে আনছে বিজেপি। পাশাপাশি লক্ষ্য হিন্দু ভোট কব্জা করা। বিহার ভোটে একই জিনিস করা হয়েছে। ওই দলটি বিজেপির বি টিম। '

.