সুর কাটল মমতার রামলীলার, সমাবেশে এলেন না আন্না হাজারে, মমতা বললেন, 'এটা আমার সভা নয়'
তৈরি রামলীলা ময়দান। দিল্লিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। দেখুন LIVE UPDATE
জাতীয় রাজনীতিতে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রামলীলা ময়দানের জনসভায় এলেনই না আন্না হাজারে। তৃণমূল নেতারা বলেছিলেন সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। কিন্তু বিশাল মাঠের এককোণাও ভরল না। একরকম ফাঁকা মাঠেই বক্তৃতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মাঠে তেমন জনসমাগম না হলেও মুখরক্ষা হত, যদি আন্না আসতেন। কিন্তু আন্না না আসায় রামলীলা ময়দানের সভা পুরোপুরি ফ্লপ হল। আন্না হাজারের মুখপাত্র সুনীতা গোদারা জানিয়েছেন, অসুস্থতার জন্যই সভায় যেতে পারেননি আন্না। তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে তিনি জানিয়েছেন, সভা নিয়ে তৃণমূলের পরিকল্পনার অভাব ছিল।
MAMATA LIVE:
২টো ২৫:
আমি এই এই সমাবেশের জন্য কাজ ছেড়ে এসেছি। এই সমাবেশ শক্তি প্রদর্শনের জন্য নয়।
দিল্লির মতো উত্তর প্রদেশ, গুজরাতেও সমাবেশ করবেন মমতা।
২টো ২১:
'আগামী দু'দিনে দেশের অন্যান্য আসনে প্রার্থী ঘষণা করবেন মমতা'
'লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি'
২টো ২০:
'কংগ্রেস-বিজেপি চক্রান্ত করছে।'
'ওরা আমদের ধমকাচ্ছে চমকাচ্ছে'
২টো ১৫: মঞ্চে একা বসে মমতা বন্দ্যোপাধ্যায়।
২টো ১২: আন্নাকে আনার জন্য তোরজোড় শুরু তৃণমূল শিবিরে। মহারাষ্ট্র ভবনে গেলেন মুকুল রায়।
২টো ০৮: সমাবেশ স্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
দুপুর ২টো: শারীরিক অসুস্থতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে আসতে পারছেন না আন্না। শ্বাসকষ্ঠ রয়েছে আন্নার। জানিয়েছেন আন্নার সঙ্গী সুনিতা গোদারার।
১টা ৪৮: মমতার সমাবেশে আসছেন না আন্না হাজারে।
১টা ৩৮: রামলীলা ময়দানে উপস্থিত অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি।
১টা ৩৬: আসছেন আন্না হাজারেও।
১টা ৩৫: মঞ্চে থাকবেন শুধু আন্না ও মমতা। বললেন শুখেন্দু শেখর রায়।
১টা ২০: রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।