পায়ে ঈশ্বরের ট্যাটু! দুই অস্ট্রেলিয়কে ঝামেলা পোহাতে হল বেঙ্গালুরুতে
ঈশ্বরের ট্যাটু। বাঃ কী ভাল। সত্যিই তো ২০১৫ সালে এসে ট্যাটুর বিষয় যা কিছু হতে পারে। তা বলে ঈশ্বর! সংখ্যায় খুব কমই হয় যে।
ওয়েব ডেস্ক: ঈশ্বরের ট্যাটু। বাঃ কী ভাল। সত্যিই তো ২০১৫ সালে এসে ট্যাটুর বিষয় যা কিছু হতে পারে। তা বলে ঈশ্বর! সংখ্যায় খুব কমই হয় যে।
যদিও অস্ট্রেলিয়ার ম্যাট কিথ এবং তাঁর বন্ধু এমিলি এসেছেন বেঙ্গালুরুতে। ঘুরতে। সঙ্গে ঈশ্বরের ট্যাটু নিয়ে।
কিন্তু তাতে যে এত হ্যাপায় পড়তে হেব, তা কে জানত!কারণ, ঈশ্বরের ট্যাটু যে পায়ে! ব্যাস খেপে গেল বেঙ্গালুরুর জনতা। খবর পেয়েই তাদের হাত থেকে ওই দুই অস্ট্রেলিয়কে বাঁচাতে চলে আসে স্থানীয় অশোকনগর থানার পুলিশ।
কিন্তু তাতেই বা জনতা ওই দুই বিদেশিকে ছাড়ল কোথায়!তারাও চলে গেল থানায়। পরে পুলিশের কাছে দুঃখপ্রকাশ করে একটি মুচলেকা দিয়ে ছাড়া পেতে হয় ওই দুই বিদেশিকে। পুলিশের পক্ষ থেকে ছোট্ট পরামর্শ ছিল দুজনের জন্য। হাফপ্যান্ট পড়বেন না আর। পা দেখা গেলে কিন্তু ফের বিপদ।