Chennai Shocker: চেম্বারে ঢুকে স্বমূর্তিধারণ রোগীর, পরপর ছুরির কোপ ডাক্তারকে, কারণ জানা গেল পরে
Chennai Shocker: আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন হাসপাতালের স্টাফরার। তবে তারাই ধাক্কা দিয়ে ভিগনেশকে ফেলে দেন ও ধরে ফেলেন। শেষপর্যন্ত তাকে তুলে দেওয়া হয় পুলিসের হাতে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সকালে অন্যান্য় দিনের মত রোগীদের নিয়ে ব্যস্ত ছিলেন ডা বালাজি জগন্নাথান। আচমকাই ছুরি নিয়ে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে ২৫ বছরের এক যুবক। এরপর ওই যুবক একের পর এক ছুরির কোপ দিতে থাকে বালাজির শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন বালাজি। তিনি এখন আইসিইউতে ভর্তি। বুধবার সকালে ওই ঘটনা ঘটেছে কালাইনগর সেঞ্চুরি হাসপাতালে।
আরও পড়ুন-ভাটপাড়ায় চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, বোমাবাজি করে চম্পট দিল দুষ্কৃতীরা
কেন এমন ঘটনা? পুলিসে সূত্রে খবর, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রোগী সেজে ডা বালাজি জগন্নাথনের কাছে আসে বছর পঁচিশের ভিগনেশ। এরপর কথা বলার ফাঁকেই সে ছুরি নিয়ে ডা বালাজির উপরে ঝাঁপিয়ে একের পর এক কোপ দিতে থাকে। চুরির আঘাত করা হয়ে বালাজির মুখ, বুক ও শরীরের বিভিন্ন অংশে।
আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন হাসপাতালের স্টাফরার। তবে তারাই ধাক্কা দিয়ে ভিগনেশকে ফেলে দেন ও ধরে ফেলেন। শেষপর্যন্ত তাকে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। কেন এমন কাণ্ডে তা জিগনেশকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিস।
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது. பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… pic.twitter.com/lsCYcGqJOd
— Dialogue Tamil (@DialogueUpdates) November 13, 2024
প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই হাসপাতালেই চিকিত্সা চলছে ভিগনেশের মা প্রেমার। তিনি ক্যান্সারে ভুগছেন। তাঁর চিকিত্সা করছেন ডা বালাজি। গত মে মাস থেকে প্রেমার চিকিত্সা করছেন বালাজি। ভিগনেশের দাবি, বালাজির চিকিত্সায় তাঁর মায়ের রোগ আরও জটিল হয়ে গিয়েছে। সেই রাগেই সে ডাক্তারকে আক্রমণ করে বসে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রোগী দেখার স্লিপ নিয়ে সে অপেক্ষা করতে থাকে। তার সঙ্গে ছিল তার আরও দুজন বন্ধু। এবার তার পালা এসে সে ডাক্তারের চেম্বারে ঢুকে একটি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ডাক্তারের উপরে। ডাক্তারের মুখ, ঘাড়, কান ও গলায় ছুরির আঘাত করে। ডাক্তারের অবস্থা এখন আশঙ্কাজনক। তাঁর অস্ত্রোপচার করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)