Manipur CM Resignation: শাহের সঙ্গে বৈঠকের পরই পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর!
Manipur CM Resignation: দেড় বছরের বেশি সময় পার। মণিপুরে অশান্তি চলছে এখনও।
![Manipur CM Resignation: শাহের সঙ্গে বৈঠকের পরই পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর! Manipur CM Resignation: শাহের সঙ্গে বৈঠকের পরই পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/09/520302-manipu.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অশান্ত মণিপুর। রাজ্য়ে পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছিলেন আগেই। দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি পদত্য়াগপত্র জমা দিয়েছেন বলে খবর।
আরও পড়ুন: Maoist Killed In Chhattisgarh: যৌথ বাহিনীর অভিযানে ফের সাফল্য, ছত্তীসগড়ে এবার খতম ৩১ মাওবাদী!
দেড় বছরেরও বেশ সময় পার। জাতি সংঘর্ষে এখনও উত্তপ্ত মণিপুর। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? দলের ভিতরে ও বাইরে দ্বিমুখী চাপের মুখে খোদ মুখ্যমন্ত্রী বীরেন! সূত্রের খবর তেমনই। আজ, ররিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিক শাহের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্স ফ্রন্ট (এনপিএফ)-এর ১৪ জন বিধায়ক। সেই বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বীরেন।
আরও পড়ুন: Terrible Fire Incident: ভয়ংকর অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একের পর এক হোটেল-দোকান...
এর আগে, গত বছরের শেষদিনে ক্ষমা চেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সংবাদসংস্থাকে তিনি বলেছিলেন, 'গোটা বছরটাই দুর্ভাগ্যের মধ্যে দিয়ে কেটেছে। গত ৩ মে থেকে রাজ্যে যা ঘটে চলেছে তার জন্য রাজ্যবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। বহু মানুষ তাদের কাছের মানুষকে হারিয়েছেন। অনেকে ঘর ছেড়েছেন। এর জন্য খারাপ লাগে। আমি ক্ষমা চাইছি'।
বীরেন সিংয়ের আরও বক্তব্য ছিল, 'গত ৩-৪ মাস শান্তির ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। আশা করছি নতুন বছরে রাজ্যে শান্তি ফিরবে। রাজ্য়ের সব জাতি গোষ্ঠীর কাছে আমার আবেদন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন পুরনো ভুল ত্রুটি ভুলে আমাদের নতুন ভাবে পথচলা শুরু করতে হবে। এক উন্নত ও সমৃদ্ধ মণিপুর গঠন করতে আমাদের কাজ করতে হবে'।
তাহলে কেন হঠাত্ পদত্যাগের সিদ্ধান্ত? সূত্রের খবর, বীরেন সিংয়ের ভূমিকায় অসন্তুষ্ট মণিপুরের বিজেপি বিধায়করাও। তারপর উপর বিধানসভায় আনাস্থা প্রস্তাব আনার চিন্তাভাবনা করছে কংগ্রেস। পরিস্থিতি এমনই যে, অনাস্থা প্রস্তাবে ভোটাভূটি হলে সরকারের পতনের আশঙ্কা ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)