নরেন্দ্র মোদীর সফরের আগে ওড়িশায় মাওবাদী হামলা!
ফের মাওবাদী হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ওড়িশায় ঘটে যাওয়া এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। আজ ভোররাতে রাজ্যের দইকাল্লু রেলস্টেশনে হামলা চালায় মাওবাদীরা। পরপর দুটি বিস্ফোরণ চালানোর পাশাপাশি মোদী সফরের বিরোধীতা করে স্টেশন চত্ত্বরে পোস্টার লাগিয়ে পালিয়ে যায় তারা। দলে ৩০ জনেরও বেশি সদস্য ছিল বলে জানা গেছে। স্টেশন মাস্টারকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ওয়েব ডেস্ক : ফের মাওবাদী হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ওড়িশায় ঘটে যাওয়া এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। আজ ভোররাতে রাজ্যের দইকাল্লু রেলস্টেশনে হামলা চালায় মাওবাদীরা। পরপর দুটি বিস্ফোরণ চালানোর পাশাপাশি মোদী সফরের বিরোধীতা করে স্টেশন চত্ত্বরে পোস্টার লাগিয়ে পালিয়ে যায় তারা। দলে ৩০ জনেরও বেশি সদস্য ছিল বলে জানা গেছে। স্টেশন মাস্টারকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহ, তাপমাত্রার পারদ ছুঁল ৪০ ডিগ্রি
ওড়িশার বন্ধুগুড়া শহরের রেলস্টেশন দইকাল্লু। হামলার পরই গোটা এলাকা সুনসান হয়ে যায়। আতঙ্কে ছড়ায় বাসিন্দাদের মধ্যে। এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তা।