রাজীব গান্ধীর মতো মোদীকে হত্যার ছক মাওবাদীদের! ফাঁস চিঠিতে
দেশজুড়ে সমমনোভাবাপন্ন দল, রাজনৈতির দল, সংখ্যালঘু প্রতিনিধিদের একত্রে আনার চেষ্টা করছি আমরা, উল্লেখ মাওবাদীদের চিঠিতে।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কায়দায় নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছে মাওবাদীরা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চিঠিপত্র থেকে এমন তথ্য মিলেছে বলে বৃহস্পতিবার আদালতে জানাল পুণে পুলিস।
নিষিদ্ধ সিপিআই-মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত পাঁচজনকে বুধবার গ্রেফতার করে পুলিস। ভীমা-কোরেগাঁও জাতি হিংসায় এই পাঁচজনের যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিস। ধৃতরা হলেন, দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গাডলিং, মহেশ রউত, সোমা সেন ও রোনা উইলসন।
দায়রা আদালতে পুলিস জানিয়েছে, দিল্লির সমাজসেবী রোনা উইলসনের ঘর থেকে চিঠি উদ্ধার হয়েছে। ৮ কোটি টাকায় এম-৪ রাইফেল ও চার লক্ষ রাউন্ড গুলি কেনা এবং রাজীব গান্ধীর মতো ঘটনার কথা উল্লেখ রয়েছে চিঠিতে। চিঠি উদ্ধৃত করে সরকারি আইনজীবী উজ্জ্বলা পাওয়ার বলেন,''আমরা রাজীব গান্ধীর মতো ঘটনার কথা ভাবছি। এটা আত্মঘাতীর মতো মনে হচ্ছে, আমরা ব্যর্থ হতে পারি। তবে আমাদের প্রস্তাব বিবেচনা করে দেখা উচিত দলের।''
ওই চিঠি প্রকাশ করেছে পুলিস। তাতে লেখা রয়েছে, 'কমরেড প্রকাশ, লাল সেলাম...হিন্দু ফ্যাসিস্তকে হারানোই আমাদের একমাত্র লক্ষ্য ও আশঙ্কা। গোপন সেল ও অন্যান্য সংগঠনের নেতারাও এই বিষয়টি নিয়ে ভাবিত। দেশজুড়ে সমমনোভাবাপন্ন দল, রাজনৈতির দল, সংখ্যালঘু প্রতিনিধিদের একত্রে আনার চেষ্টা করছি আমরা। আদিবাসীদের জীবন বিপন্ন করছে মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিস্তরা। বিহার ও পশ্চিমবঙ্গে হারলেও ১৫টিরও বেশি রাজ্যে সরকার গঠনে সমর্থ হয়েছেন মোদী। এই গতিতে চলতে থাকলে সব দিক থেকে বেকায়দায় পড়বে দল। মোদী জমানা শেষ করার জন্য পোক্ত পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন কর্নেল কিসান ও অন্যান্য প্রবীণ কমরেডরা।'
Pune Police intercepts internal communication of Maoists planning a 'Rajiv Gandhi type' assassination of Prime Minister Modi. pic.twitter.com/o2rt2al4aj
— ANI (@ANI) June 8, 2018
চিঠিটি একবছর আগে লেখা বলে জানা গিয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিসগঢ়ের মতো মাওবাদী প্রভাবিত রাজ্যে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযুক্তদের আইনজীবীর অবশ্য দাবি, চিঠিটি ভুয়ো। তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এই চিঠি নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন,''নিরাপত্তা সংস্থাগুলি নিজেদের কাজ করছে। আদালতে বিচার চলছে। এব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালতই।''
#WATCH CPI(M) General Secretary Sitaram Yechury reacts on Pune Police intercepts internal communication of Maoists planning a 'Rajiv Gandhi type' assassination of Prime Minister Modi. pic.twitter.com/jE5TV1j5KX
— ANI (@ANI) June 8, 2018
চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তাঁর কথায়, ''আমি এটাকে একেবারে মিথ্যা বলব না। কিন্তু এটা মোদীর পুরনো কৌশল। মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে যখনই তাঁর জনপ্রিয়তা নিম্নমুখী হয়েছে, তাঁকে হত্যার পরিকল্পনার খবর ছড়িয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা উচিত।''
I am not saying this is completely untrue but it has been PM Modi's old tactic, since he was CM, whenever his popularity declines, news of an assassination plot is planted. So it should be probed how much truth is in it this time: Sanjay Nirupam,Congress pic.twitter.com/lDVVvPDbwM
— ANI (@ANI) June 8, 2018
বিজেপি নেতা নলিন কোহলির প্রতিক্রিয়া, ''এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নকশালরা চাপে রয়েছে। এই ধরনের লোকেদের যোগ রয়েছে মূলধারার দলগুলির সঙ্গে।''