ভোররাতে ভয়াবহ আগুন সুরাটের ONGC প্লান্টে, পরপর বিস্ফোরণে আতঙ্ক এলাকায়
সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভোর ৩টে নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ধারাবাহিক বিস্ফোরণ হতে থাকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে
নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ অগ্নিসংযোগ সুরাটের ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন)- হাজিরা প্ল্যান্টে। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। হতাহতের খবর নেই। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ওএনজিসি কর্তৃপক্ষ।
সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভোর ৩টে নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ধারাবাহিক বিস্ফোরণ হতে থাকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে, দমকল কর্মীদের যুদ্ধকালীন তত্পরতায় ঘণ্টা তিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন- করোনার সংক্রমণে চিন্তার কারণ দেশের ৬০ জেলা, সাত রাজ্যকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
#WATCH Gujarat: A fire breaks out at an Oil and Natural Gas Corporation (ONGC) plant in Surat. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/6xPKHW5PrR
— ANI (@ANI) September 23, 2020
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাত একটা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকার বাসিন্দারা জনাচ্ছেন, পরপর ৩টে বিস্ফোরণ হয়। ওই প্ল্যান্টের ২৪ টার্মিনালের ২টিতে আগুন লাগে। এরপর সবকটি টার্মিন্যাল বন্ধ করে দেওয়া হয়।